হাওর পাড়ের মানুষের কাছে প্রতিদিনেই ছুটছেন চেয়ারম্যান বাবুল

করোনাভাইরাসের প্রাদুর্ভাবে সংকটকালীন সময়ে হাওর পাড়ের মানুষের কাছে প্রতিদিনেই চাল,ডাল,মাস্কসহ বিভিন্ন ত্রান সামগ্রী নিয়ে ছুটছেন সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা চেয়ারম্যান করোনা সিন্দু চৌধুরী বাবুল।

বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুরে উপজেলার দক্ষিন শ্রীপুর ইউনিয়নের হাওর বেষ্টিত যোগাযোগ বিচ্ছিন্ন ইকরামপুর ও জগদীশপুর গ্রামের অতিদরিদ্র, দিনমজুর, কর্মহীন ও অসচ্ছল অর্ধশতাধিক পরিবারে মুড়ি, জীবানুনাশক সাবান ও সচেতনা মূলক লিফলেট বিতরণ করেছেন তিনি।

এসময় তিনি করোনা ভাইরাস ছড়াতে না পারে তার জন্য নির্দিষ্ট দুরত্ব বজায় রেখে চলা, বিনা প্রয়োজনে বসতবাড়ি হতে বের না হওয়া, গণজমায়েত না হওয়া ঘন ঘন সাবান দিয়ে হাত ধোয়া, মুখে মাস্ক, হাতে গøাবস ব্যবহার করা, গুজব না রটানো, আতংক সৃষ্টি না হওয়া, হাট বাজারে ঔষধ ও নিত্য প্রয়োজনীয় দোকানপাঠ ব্যাতিত অন্যান্য দোকানপাঠ বন্ধ রাখা, করোনা ভাইরাসের লক্ষণ দেখা দিলে দ্রæত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যোগাযোগ করা, দ্রব্যমূল্যের দাম না বাড়তে সরকারের জারিকৃত নির্দেশনা মেনে চলার জন্য আহবান জানান ও লিফলেট বিতরণ করেন।
আরও পড়ুন: আজ থেকে কঠোর হচ্ছে সেনাবাহিনী

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক সহকারী কর্মকর্তা রমা কান্ত দেবনাথ, বাবেশিকফো সভাপতি মোঃ মোদাচ্ছির আলম প্রমুখ।

উপজেলা চেয়ারম্যান করুনা সিন্ধু চৌধুরী বাবুল বলেন, হাওর পাড়ের মানুষজন এখনও অনেক কিছুই জানে না। সবাইকে করোনা ভাইরাস প্রতিরোধে এখনেই সচেতনতার সাথে সজাগ দৃষ্টি রেখে নিয়ম অনুযায়ী ও স্বাস্থ্য বিধি মতে চলতে উপজেলার সকল স্থরের জনসাধারনের কাছে যাচ্ছি এবং করোনা ভাইরাস প্রতিরোধে করনীয় বিষয়ে বিভিন্ন দিক নির্দেশনা, সচেতনা মূলক প্রচারনা চালাচ্ছি।

দেশদর্পণ/জেএভি/এসজে