উলিপুর উপজেলা ভাইস চেয়ারম্যানের উদ্যোগে বাড়ী বাড়ী জীবানুনাশক স্প্রে

কুড়িগ্রামের উলিপুরে করোনাভাইরাস প্রতিরোধে গ্রামের রাস্তায় রাস্তায় ও বাড়ী বাড়ী জীবাণুনাশক স্প্রে করা হয়েছে।

মঙ্গলবার (৩১ মার্চ) সকালে সাপ্তাহিক কলমজমিন পত্রিকার সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো.আবু সাঈদ সরকারের ব্যক্তিগত উদ্যোগে উলিপুর পৌরসভার নারিকেল বাড়ী গ্রামের প্রধান প্রধান সড়ক ও প্রতিটি বাড়ীতে জীবাণুনাশক স্প্রে কার্যক্রম পরিচালনা করা হয়।
আরও পড়ুন: নববর্ষের সব অনুষ্ঠান বন্ধ, ছুটি বাড়বে: প্রধানমন্ত্রী

এ সময় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আবু সাঈদ সরকার বলেন, করোনাভাইরাস প্রতিরোধে মাননীয় প্রাধান মন্ত্রী শেখ হাসিনা বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। তার মধ্যে সরকারি ও বে -সরকারি সব প্রতিষ্ঠান ১০ দিন ছুটি ঘোষণা করায় ঢাকাসহ দেশের বিভিন্ন স্হান থেকে মানুষ গ্রামমুখী হয়ছে তাদেরকে হোম কোয়ারেন্টাইনে থেকে সবাইকে সচেতন ও পরিস্কার পরিছন্নতা থাকার আহবান জানিয়েছেন তিনি।

দেশদর্পণ/এসআই/এসজে