অবশেষে জনশূন্য দারিয়াপুর, জনমনে স্বস্তির নিঃশ্বাস

করোনা ভাইরাস আক্রান্তে বিশ্ব যখন টালমাটাল ঠিক ওই সময় বাংলাদেশেও কিছু জেলা লকডাউন ঘোষণা করা হয়। কিন্তু তখনো গাইবান্ধা সদর উপজেলার দারিয়াপুরের লোকজন এসবকিছু উপেক্ষা করে বন্দরে জনসমাগম করেই যাচ্ছিল। এসব থেকে পরিত্রান পেতে দারিয়াপুরের সচেতন মহল প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে।

এরই ফলশ্রুতিতে অনলাইন নিউজ পোর্টাল দেশ দর্পনে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। এতে টনক নড়ে কতৃপক্ষের। যার ফলশ্রুতিতে পরের দিন বিকেলবেলা সেনাবাহিনীর উপস্থিতি দেখাযায় বন্দরটিতে। ফলে এলাকার মানুষ বন্দরের সকল দোকানপাট বন্ধ করে দেয় এবং মাস্ক পড়া শুরু করে। বর্তমানে বন্দরটিতে জরুরিভাবে ওষুধের দোকান ও কাচামালের দোকান ছাড়া সব দোকান বন্ধ রয়েছে।

ফলে সচেতন মহলের দাবি বর্তমানে বন্দরটিতে  দোকান পাটবন্ধ থাকায় লোক সমাগম কম হচ্ছে। এতে করোনা ভাইরাসের সংক্রমণ সংক্রমিত হবে না। এদিকে এ প্রভাব পড়েছে গ্রামঞ্চলে। গ্রামের বন্দরগুলোতেও লোক সমাগম দেখা যাচ্ছে না।