শৈলকুপায় দুর্ধর্ষ চোর চক্র গ্রেফতার

ঝিনাইদহের শৈলকুপায় মোবাইল শোরুমে চুরি হওয়ার ৩ মাসপর দুর্ধর্ষ চোরচক্রের আশ্রয়দাতাসহ ৬ চোরকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

বুধবার (১১ মার্চ) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার সারুটিয়া ইউনিয়নের শেখেরপাড়া বাখরবা গ্রাম থেকে তাদেরকে আটক করা হয়। গ্রেফতারকৃতরা হলো, জিতেন রায়ের ছেলে অনিক রায়, ইরাদ আলীর ছেলে রবিউল ইসলাম, লিটন শেখের ছেলে রিপন শেখ ও সৌদি প্রবাসী লিটনের স্ত্রী ইউপি সদস্য আফরোজা খানম, টিপু সুলতানের স্ত্রী রুপালী খাতুন ও মীম খাতুন। তারা একই এলাকার বাসিন্দা, তবে অনিক রায়ের গ্রামের বাড়ি মাগুরা জেলার শালিকা থানায়, সে প্রায় ৪ বছর শেখেরপাড়া বাখরবা গ্রামে ইকবাল হোসেনের বাড়ি থাকতো।

পুলিশ জানায়, গত ৮ জানুয়ারী (বুধবার) দিবাগত রাতে পৌর এলাকার কবিরপুর মুক্তিযোদ্ধা মার্কেটের সামনে অবস্থিত ভাই ভাই টেলিকমে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটে। দোকানের ভেন্টিলেটর কেটে অভিনব কায়দায় প্রায় ৩৫-৪০টি বিভিন্ন কোম্পানীর স্মার্টফোন ও নগদ ৩হাজার টাকাসহ গুরুত্বপূর্ণ জিনিস চুরি হয়। এ ঘটনায় দোকানের মালিক নাজমুল হাসান স¥ার্টফোনের আইএমইআই উল্লেখ করে থানায় মামলা দায়ের করেন। চুরির ঘটনায় তার প্রায় সাড়ে ৩লাখ টাকার ক্ষতি হয়েছে বলে মামলায় উল্লেখ করেন। যার মামলা নং-১০, তারিখ-১১-১-২০ইং।
আরও পড়ুন: ৪র্থ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ চেষ্টা, ধর্ষক পলাতক

দীর্ঘ মামলা তদন্তের প্রক্রিয়া শেষে শৈলকুপা থানার ওসি বজলুর রহমানের নির্দেশনায় ও মামলার তদন্ত কর্মকর্তা এসআই অমিত কুমার দাস এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে বাখরবা গ্রামে অভিযান চালায়। এসময় চোর চক্রের ৬ সদস্যকে গ্রেফতার করা হয়। তাদের স্বীকারোক্তি মোতাবেক উদ্ধার করা হয় ১২টি মোবাইল ফোন। পুলিশের জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসে আরো অজানা কাহিনী। চক্রটি মাদক সেবন, চুরি ছিনতাইসহ নানা অপরাধের সাথে জড়িত বলে জানা গেছে।

শৈলকুপা থানার ওসি বজলুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দীর্ঘ তদন্ত প্রক্রিয়া শেষে চোর চক্রের ৬ সদস্যকে আটক করা হয়েছে। আইনী প্রক্রিয়া শেষে তাদেরকে আদালতে সোর্পদ করা হবে। তিনি আরো বলেন, চোর চক্রের গডফাদারকে সনাক্ত করে শীঘ্রই আইনের আওতায় আনা হবে।

দেশদর্পণ/এমএস/এসজে