তাহিরপুরে বর্ডার হাট পরিদর্শনে জেলা প্রশাসক

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার সীমান্তে নির্মাণাধীন বর্ডার হাট পরিদর্শন করলেন জেলা প্রশাসক। বুধবার (১৯ফেব্রুয়ারি) বিকালে তাহিরপুর উপজেলার বাদাঘাট ইউনিয়নের সায়দাবাদ ও ভারতের নালিকাটা নামক স্থানে নির্মাণাধীন বাংলাদেশ-ভারত যৌথ বর্ডার হাট পরিদর্শন করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আব্দুল আহাদ।

উপজেলার বাদাঘাট ইউনিয়ন সীমান্তে শাহ আরেফিন মাজার সংলাকায় এসময় আরো উপস্থিত ছিলেন ২৮ বিজিবি’র অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ মাকসুদুল আলম,তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার বিজেন ব্যানার্জী,বাবুল মিয়াসহ অন্যান্যরা।
আরও পড়ুন: ৮ দফা দাবিতে যবিপ্রবি শিক্ষার্থীদের অনশন

উল্লেখ্য, বর্ডার হাটের উভয়দিকে দুইটি গেট থাকবে এবং ৫কিলোমিটার এলাকার নির্ধারিত জনগণ হাটটিতে পণ্য ক্রয়-বিক্রয়ে অংশগ্রহণ করতে পারবে।আগামী মার্চ/২০২০ এ মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক বর্ডার হাটটি উদ্বোধনের সম্ভাবনা রয়েছে।

দেশদর্পণ/জেএভি/এসজে