‘ছাতক স্লিপার কারখানা’ পরিদর্শনে রেলপথ মন্ত্রী নুরুল ইসলাম

রেলপথ মন্ত্রী নুরুল ইসলাম বলেছেন, রেলের ব্যাপারে বর্তমান সরকার সমন্বিত যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলার যে পরিকল্পনা নিয়েছে, সে লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। রেলকে অনেক বেশি যুগপোযুগি ও বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে দেশের রেলকে যেন গড়ে তুলতে পারি সে চেষ্ঠা করছি। রেলওয়ের সমস্ত জায়গা, পরিত্যক্ত জায়গা ও বেদখল হওয়া জায়গা ধীরে ধীরে উদ্ধার করবো।

তিনি আরো বলেন, দেশের একমাত্র কংকিট স্লিপার কারখানা ছাতক কংক্রিট স্লিপার কারখানা, তা আবার চালু করবো।

ভোলাগঞ্জ রোপওয়ে আমরা পরিদর্শন করেছি, কিভাবে একে কাজে লাগানো যায় তা পরিকল্পা করা হচ্ছে।

রবিবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে সুনামগঞ্জে ছাতকে দেশের একমাত্র কংক্রিট স্লিপার কারখানা ‘ছাতক স্লিপার কারখানা’ পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন। এর পূর্বে সকালে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ পাথর কোয়ারিতে অবস্থিত রেল স্থাপনা পরিদর্শন করেন।
আরও পড়ুন: কাল থেকে চসিক নির্বাচনের মনোনয়ন ফরম বিতরণ করবে আ’লীগ

তিনি বলেন,বর্তমান সরকার প্রত্যেক জেলায় রেলপথ সম্প্রসারণ করছে, যতটুকু সম্ভব রেল যাতে আগামী দিনে অন্যতম একটা বাহন হিসেবে দেশের ১৬ কোটি জনগণের বন্ধু হিসেবে যেন পাশে থাকতে পারে সেই লক্ষ্যে কাজ করছে। আমরা রেলের সংখ্যা আরো বাড়াবো। সুযোগ সুবিধা অনেক বৃদ্ধি করবো।

এসময় উপস্থিথ ছিলেন- বাংলাদেশ রেলওয়ে চট্রগ্রামের পূর্ব বিভাগের মহাপরিচালক মো. সামছুজ্জামান, বাংলাদেশ রেলওয়ে চট্রগ্রামের উপ পরিচালক (অপারেশন) ধীরেন্দ্র নাথ মজুমদার, বাংলাদেশ রেলওয়ে চট্রগ্রামের জিএম নাসির উদ্দিন, বাংলাদেশ রেলওয়ে চট্রগ্রামের প্রধান প্রকৌশলী সুভক্ত গীন, সুনামগঞ্জে অতিরিক্ত পুলিশ সুপার মিজানুর রহমান, ছাতক সার্কেলের এএসপি বিল্লাল আহমদ, ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. গোলাম কবির প্রমুখ।

দেশদর্পণ/জেএভি/এসজে