জীবননগরে দুই ভারতীয় মাদক ও স্বর্ণ চোরাকারবারী আটক

চুয়াডাংগা জেলার জীবননগরে বিজিবির অভিযানে দুই ভারতীয় মাদক ও স্বর্ণ চোরাকারবারি আটক হয়েছে। আটক ভারতীয় নাগরিক নদীয়া জেলার ধানতলা থানার পানিখালী গ্রামের পরেশ সরকারের ছেলে সুমন সরকার (২৬) এবং একই গ্রামের চিত্ত বিশ্বাসের ছেলে অলক বিশ্বাস (৩০) কে আটক করা হয়।

৫৮ বিজিবি (মহেশপুর ব্যাটালিয়ন) প্রেস নোটের মাধ্যমে জানান, মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) বেলা আড়াইটার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শাপলা পরিবহনের বাস তল্লাশি করে ভারতীয় নাগরিক মাদক ও স্বর্ণ চোরাকারবারি সুমন সরকার ও অলক বিশ্বাসকে তল্লাশি করে অবৈধ মালামালসহ আটক করা হয়।

তাদের ব্যাগ তল্লাশি করে পাওয়া যায় ৫ বোতল মদ, ১টি স্বর্ণের লকেট (১২.৫৩ গ্রাম), ভারতীয় ৩০১ রুপি, বাংলাদেশি ১৩ হাজার ৯৪৫ টাকা ও ২টি সীমকার্ডসহ মোবাইল ফোন। আটককৃতদের জীবননগর থানায় সোপর্দ করা হয়েছে।

দেশদর্পণ/টিআর/এসজে