শৈলকুপা থানার ওসিকে প্রত্যাহারের দাবীতে সড়ক অবরোধ

মারধর করার অভিযোগ থানায় না নিয়ে উল্টো অকথ্য ভাষায় গালি-গালাজ করার প্রতিবাদে ঝিনাইদহের শৈলকুপা থানার ওসি বজলুর রহমানকে প্রত্যাহারের দাবীতে সড়ক অবরোধ করে শ্রমিকরা। শনিবার দুপুরে শৈলকুপা গাড়াগঞ্জ বাসস্ট্যান্ডে ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়ক অবরোধ করে শ্রমিকরা। এসময় দুই পাশে দীর্ঘ লাইন পড়ে যায়। ভোগান্তীতে পড়ে ওই মহাসড়কে চলাচলকারী চালক ও যাত্রীরা।
আরও পড়ুন: গাছের ডালের ধাক্কায় দুই বন্ধুর মর্মান্তিক মৃত্যু

এসময় জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি ওলিয়ার রহমানসহ শ্রমিকরা অভিযোগ করেন, শুক্রবার এম এস সোনার বাংলা নামের একটি গাড়ির সুপারভাইজার আকাশ কে যাত্রীরা মারপিট করে। এঘটনায় শুক্রবার রাতে থানায় অভিযোগ জমা দিতে গেলে শৈলকুপা থানার ওসি বজলুর রহমান অভিযোগ না নিয়ে উল্টো অকথ্য ভাষায় গালি-গালাজ করে। এর প্রতিবাদে ওসিকে প্রত্যাহারের দাবী করেন তারা। প্রায় দেড় ঘন্টা চলা এই অবরোধ কর্মসূচীতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিলে অবরোধ তুলে নেয় শ্রমিকরা।

দেশদর্পণ/কেএল/এসজে