জীবননগরে ভাড়াটিয়া ও মালিকদের তথ্য বিবরণী সংগ্রহের কার্যক্রম শুরু

চুয়াডাঙ্গার জীবননগর থানা পুলিশ ভাড়াটিয়া ও বাসার মালিকদের তথ্য বিবরণী সংগ্রহের কার্যক্রম শুরু করেছে।

জীবননগর থানা সূত্রে জানা যায়, জীবননগর থানা পুলিশ কর্তৃক ভাড়াটিয়া নিবন্ধন কার্যক্রম চলমান রয়েছে। সকল ভাড়াটিয়া এবং বাসার মালিকদের তথ্য বিবরনী পুলিশ কর্তৃক সরবরাহকৃত নির্ধারিত ফরম মোতাবেক পূরণ পূর্বক সদ্যতোলা ০১ কপি পাসপোর্ট সাইজের ছবিসহ থানায় জমা প্রদানের জন্যে সবিনয় অনুরোধ জানানো হয়েছে।
আরও পড়ুন: চৌগাছায় সাংবাদিক সুজনের পিতার মৃত্যু, বিভিন্ন মহলের শোক

এছাড়াও থানার অফিসারগন বাড়ি বাড়ি গিয়ে ফরম বিতরণ ও পূরনকৃত ফরম সংগ্রহ করে আসছে। ইতোমধ্যে বিতরনকৃত ভাড়ানিয়া ফরম সমূহ দ্রুত পূরন পূর্বক সংশ্লিষ্ট পুলিশ অফিসারের নিকট জমা দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।বতমান সরকারের দারুন একটা উদ্দ্যেগ।

এতদসংক্রান্তে যে কোন তথ্যের জন্য জীবননগর থানায় যোগাযোগের জন্য অনুরোধ করেছেন জীবননগর থানার অফিসার ইনচার্জ মোঃ সাইফুল ইসলাম।

দেশদর্পণ/টিআর/এসজে