সীমান্তে ভারতীয় মদের চালানসহ পান আটক

সুনামগঞ্জের তাহিরপুর সীমান্তে গোপন সংবাদের বিত্তিতে নিষিদ্ধ ভারতীয় মদের চালান সহ পান আটক করেছে বর্ডারগার্ড বাংলাদেশ (বিজিবি) জোয়ানেরা।

বিজিবি সুত্রে জানা যায়,১২ জানুয়ারী ভোর রাতে চানপুর বিওপির টহলদল গোপন সংবাদের মাধ্যমে সীমান্ত পিলার ১২০১/২-এস এর নিকট আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে তাহিরপুর উপজেলার ৪নং বড়দল ইউনিয়নের রাজাই এলাকা থেকে ৪২ বোতল ভারতীয় মদ আটক করে, যার আনুমানিক মূল্য ৬৩ হাজার টাকা।
আরও পড়ুন: ‘বাবাকে হাঁসুয়া দিয়ে মাথায় কোপ মেরেছি, আমাকে গ্রেফতার করুন’

অপরদিকে বালিয়াঘাটা বিওপির টহলদল সীমান্ত পিলার ১১৯৭/১-এস এর নিকট হতে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে, তাহিরপুর উপজেলার ১নং উত্তর শ্রীপুর ইউনিয়নের পাটলাই নদী তীর থেকে ১৮০ বিড়া ভারতীয় পান আটক করে, যার আনুমানিক মূল্য ১৮ হাজার টাকা।

সুনামগঞ্জ-২৮ ব্যাটালিয়ন (বিজিবি) অধিনায়ক লে-কর্নেল মোঃ মাকসুদুল আলম জানান, আটককৃত ভারতীয় মদসহ পান শুল্ককার্যালয় সুনামগঞ্জে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

দেশদর্পণ/আরএইচআর/এসজে