যথাযোগ্য মর্যাদায় মাগুরা মুক্ত দিবস পালিত

শনিবার (৭ ডিসেম্বর) যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে মাগুরা মুক্ত দিবস। ১৯৭১ সালের এই দিনে পাকহানাদার মুক্ত হয় তৎকালীন মাগুরা মহকুমা। পাকবাহিনীর বিরুদ্ধে ব্যাপক প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলার ক্ষেত্রে সর্বদলীয় সংগ্রাম পরিষদ অগ্রণী ভূমিকা পালন করে।

মাগুরা মুক্ত দিবস উপলক্ষে জেলা প্রশাসনের আয়োজনে (৭ ডিসেম্বর) শনিবার সকাল সাড়ে ১০ টায় শহরে বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে বীর মুক্তিযোদ্ধা আসদুজ্জামান মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়।

আরও পড়ুন:
বগুড়া জেলা আ.লীগের নতুন সভাপতি মজনু ও সাধারণ সম্পাদক রিপু
পেশির জোর খাটিয়ে নেতা হওয়া যাবে না: ওবায়দুল কাদের

র‌্যালি ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য এ্যাড. সাইফুজ্জামান শিখর,মাগুরা জেলা প্রশাসক আশরাফুল আলম,মাগুরা জেলা পুলিশ সুপার খাঁন মহম্মদ রেজোয়ান,মাগুরা জেলা আওয়ামীলীগ সভাপতি আলহাজ তানজেল হোসেন খান,মাগুরা জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগর সাধারণ সম্পাদক পংকজ কুন্ডু,মাগুরা সদর উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগ সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু নাসির বাবলুসহ জেলা মুক্তিযোদ্ধা ইউনিট, সরকারি-বেসরকারি কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।

এছাড়া সন্ধ্যায় ব্লাক আউট, মোমবাতি প্রজ্জলন ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

ডিসেম্বর ৭, ২০১৯ at ১৮:১৩:৩০ (GMT+06)
দেশদর্পণ/আহা/আক/এমএম/এআই