বাল্য বিয়ের আয়োজন, মেয়ের বাবাকে অর্থদন্ড

ঝিনাইদহের কোটচাঁদপুরে অষ্টম শ্রেণী পড়ুয়া মেয়েকে বাল্য বিয়ের আয়োজনের দায়ে মেয়ের বাবা বুদো দাশ (৪৫) কে ৪০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৭ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত।

বুধবার (০৪ ডিসেম্বর) রাত ৮ টার দিকে উপজেলার ঘাঘা তালশার গ্রামে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার নাজনীন সুলতানা এই আদেশ প্রদান করেন।

জানা গেছে, উপজেলার ঘাঘা তালশার গ্রামের নেপাল দাশের ছেলে বুদো দাশ তার অষ্টম শ্রেণী পড়ুয়া মেয়ের বিয়ের আয়োজন করছে। খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজনীন সুলতানা ঘটনাস্থলে পৌছালে বর পক্ষ পালিয়ে যায়। পরে অভিযুক্ত মেয়ের বাবা বুদো দাশকে ৪০ হাজার টাকা অর্থ দন্ড অনাদায়ে ৭ দিনের বিনাশ্রম কারাদন্ডের আদেশ প্রদান করেন।

আরও পড়ুন:
চুয়াডাঙ্গায় ফেন্সিডিলসহ আটক ১
রাবিতে শুরু হতে যাচ্ছে পঞ্চম জাতীয় বিতর্ক উৎসব

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকতা মুন্সি ফিরোজা সুলতানাসহ তালশার পুলিশ ফাড়ীর ইনচার্জ ও সঙ্গীয় ফোর্স।

ডিসেম্বর ৫, ২০১৯ at ১০:০০:৩০ (GMT+06)
দেশদর্পণ/আহা/আক/এসআর/এআই