রাবিতে শুরু হতে যাচ্ছে পঞ্চম জাতীয় বিতর্ক উৎসব

‘বিজয়ের রঙে শানিত হোক মুক্তির মহাকাল’ স্লোগানকে সামনে রেখে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দুই দিন ব্যাপি পঞ্চম জাতীয় বিতর্ক উৎসব শুরু হচ্ছে আগামী (৬ ডিসেম্বর) শুক্রবার। চলবে আগামী (৭ ডিসেম্বর) শনিবার পর্যন্ত। সংসদীয় পদ্ধতির এ বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করেছে বিতর্কিকদের সংগঠন গ্রুপ লিবারেল ডিবেটারস বাংলাদেশ (গোল্ড বাংলাদেশ)। বুধবার (৪ ডিসেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী ভবনে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ তথ্য জানানো হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সংগঠনটির প্রধান সমন্বয়ক এজাজ আহমাদ বলেন, দুই দিন ব্যাপী ৫ম এ বিতর্ক উৎসবে ২৪ টি বিশ্ববিদ্যালয়ের ৭২ জন প্রতিযোগী অংশগ্রহন করবেন।

উৎসবের প্রথম দিন সকাল ৯ টায় বিশ্ববিদ্যালয় সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী একাডেমিক ভবনে অনুষ্ঠানটির উদ্বোধন করবেন বিশ্ববিদ্যালয় উপ-উপাচার্য অধ্যাপক ড. আনন্দ কুমার সাহা।  উদ্বোধনী অনুষ্ঠান শেষে রাবি শিক্ষার্থী ও বির্তাকিকদের অংশগ্রহনে একটি বর্ণাঢ্য র‌্যালি ক্যাম্পাস প্রদক্ষিন করবে। র‌্যালি শেষে সকাল সাড়ে ১০ টায় ক্যাম্পাসের বিভিন্ন ভবনে দিনব্যাপী বিতর্ক প্রতিযোগীতা অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন:
মোবাইল আসক্তি কমাতে যা করবেন
‘ন ডরাই’ বন্ধে আইনি নোটিশ

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন উপ-উপাচার্য অধ্যাপক ড. চৌধুরী মোঃ জাকারিয়া, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. লায়লা আরজুমান বানু, প্রক্টর অধ্যাপক ড. লুৎফর রহমান।

উৎসবের শেষ দিন বিকেল ৩ টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ স্মৃতি সংগ্রহশালা সংলগ্ন মুক্তমঞ্চে সমাপনী ও পুরষ্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সাদেকুল আরেফিন মাতিন ও বিশেষ অতিথি হিসেবে অধ্যাপক চৌধুরী মো. জাকারিয়া উপস্থিত থাকবেন।

সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, গোল্ড বাংলাদেশের উপদেষ্টা ও সমাজকর্ম বিভাগের অধ্যাপক ড. রবিউল ইসলাম, গোল্ড বাংলাদেশের সভাপতি সোহরাব হোসেন, সাংস্কৃতিক সম্পাদক সোহানা আফরিন।

উল্লেখ্য, গোল্ড বাংলাদেশ ২০০৫ সালে যাত্রা শুরুর পর ৫ম বারের মতো জাতীয় এই বিতর্ক উৎসব আয়োজন করতে যাচ্ছে।

ডিসেম্বর ৫, ২০১৯ at ০৯:৪২:৩০ (GMT+06)
দেশদর্পণ/আহা/আক/এসএস/এআই