তথ্য অফিসের ওরিয়েন্টেশন কর্মশালায় জেলা প্রশাসক

ঝিনাইদহ জেলা তথ্য অফিসের আয়োজনে “শিশু ও নারী উন্নয়নে সচেতনতামূলক যোগাযোগ কার্যক্রম” প্রকল্পের ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক সরোজ কুমার নাথ।

এ সময় পুলিশ সুপার মোঃ হাসানুজ্জামান, সদর উপজেলা চেয়ারম্যান এড আব্দুর রশিদ ও জেলা তথ্য অফিসার আবু বকর বক্তব্য রাখেন।

আরও পড়ুন:
পেট্রোল পাম্প ধর্মঘট: সাড়া না পেলে দেশব্যাপী ধর্মঘটের চিন্তা-ভাবনা
চুয়াডাংগায় ফেনসিডিল সহ গ্রেফতার ১

জেলা প্রশাসক সরোজ কুমার নাথ তার বক্তব্যে বলেন, নারী ও শিশুর সমান অধিকার নিশ্চিত করতে প্রয়োজন “আরো বেশী অধিকার”। তিনি বলেন, আসুন আমরা নারী ও শিশুর প্রয়োজনের অগ্রাধিকার বাছাই করি এবং ক্রমান্বয়ে তা পূরণ করি। অনুষ্ঠানে সরকারী দপ্তরের কর্মকর্তা, ইউপি চেয়ারম্যান ও মানবাধিকার কর্মী উপস্থিত ছিলেন।

ডিসেম্বর ১, ২০১৯ at ১৭:২০:৩০ (GMT+06)
দেশদর্পণ/আহা/আক/কেএল/এআই