প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় ২০১৯-২০ অর্থবছরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।

এ উপলক্ষে রবিবার (১ ডিসেম্বর) দুপুরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কৃষি অফিস চত্বরে বীজ ও সার বিতরণ করা হয়। এর পুর্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা বিজেন ব্যানার্জী এর সভাপতিত্বে ও উপ-সহকারী কৃষি ও উদ্ভিদ সংরক্ষন কর্মকর্তা আসাদুজ্জামান এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় আরো বক্তব্য রাখেন অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান করুনা সিন্ধু চৌধুরী বাবুল।

আরও পড়ুন:
বিজয়ের মাসের প্রথম প্রহরে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলী
ফেসবুকের ৭ প্রতারক থেকে সাবধান

তাহিরপুর প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ হাসান-উদ দৌলা, উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি আলী মুর্তুজা, আ.লীগ নেতা বাচ্চু মিয়া প্রমুখ।

সভা শেষে তাহিরপুর উপজেলার ৭টি ইউনিয়নের ৬৭০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়।

ডিসেম্বর ১, ২০১৯ at ১৬:২৭:৩০ (GMT+06)
দেশদর্পণ/আহা/আক/জেএ/এআই