ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ দু’জনকে গ্রেফতার

চুয়াডাঙ্গায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ দু’জনকে গ্রেফতার করছে র‌্যাবরোববার (২৪ নভেম্বর) রাত ১১ টার দিকে সদর উপজেলার দগড়ী গ্রামের ইসলামপুর মসজিদ সংলগ্ন বাঁশ বাগান থেকে তাদেরকে আটক করা হয়। সোমবার সন্ধ্যায় র‌্যাব এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।

আটককৃতরা হলেন- চুয়াডাঙ্গা পৌর এলাকার ঝিনাইদহ বাসস্ট্যান্ড পাড়া খালিদ মন্ডল (২৫) ও সাতগাড়ী নতুন পাড়ার রাফিউল ইসলাম (২২)।

র‌্যাবের এএসপি বজলুর রশীদ জানান, চুয়াডাঙ্গা সদর উপজেলার দিগরী গ্রামের ইসলামপুর জামে মসজিদ সংলগ্ন বাঁশ ঝাড়ের ভিতর একদল সশস্ত্র ডাকাত দল ডাকাতির উদ্দেশ্যে পূর্ব প্রস্তুতি গ্রহণ করছে। এমন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৬ এর একটি টহলদল সেখানে অভিযান চালায়।

আরো পড়ুন:
সাতক্ষীরা সড়ক নির্মাণে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ
ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা

ডাকালদল র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় র‌্যাব ধাওয়া করে দু’জনকে গ্রেফতার করে। পরে তাদের তল্লাসী করে দেশীয় তেরী ২ টি রামদা, ১ টি ছোরা, ১ টি চাইনিজ কুড়াল, ১ টি চাপাতি, ৩ টি মোবাইল সেট এবং ০৫টি সীম কার্ড উদ্ধার করে।

গ্রেফতারকৃত খালিদের বিরুদ্ধে জেলার বিভিন্ন থানায় বিস্ফোরকও নারী ও শিশু নির্যাতনসহ ২১ টি এবং রাফিউল ইসলাম বিরুদ্ধে ২ টি মামলা রয়েছে।

নভেম্বর ২৫, ২০১৯ at ২৩:৪৭:৩০ (GMT+06)
দেশদর্পণ/আহা/আক/এসআরএস/এএএম