পুরান ঢাকার টিকাটুলিতে রাজধানী সুপার মার্কেটে আগুন

পুরান ঢাকার টিকাটুলিতে রাজধানী সুপার মার্কেটে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ২৫টি ইউনিট কাজ করছে। বুধবার (২০ নভেম্বর) সন্ধা ৫টা ১৫ মিনিটে আগুনের সূত্রপাত। ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার পলাশ চন্দ্র এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, প্রথমে মাকের্টের দোতলার একটি ইউনিটে আগুন লাগার খবর পেয়ে আমরা ছোটাছুটি শুরু করি। দোতলায় যে পাশে আগুন লেগেছে সেখানে বেডশিট, কাপড়, টেইলার্সের ৩০-৩৫টি দোকান ছিল। অল্প সময়ের মধ্যে অন্য ইউনিটগুলোতে আগুন ছড়িয়ে পড়ে।

আরো পড়ুন:
যবিপ্রবির ভর্তি পরীক্ষা কাল থেকে শুরু ভর্তিচ্ছুদের পরিবহনে বিশেষ ব্যবস্থা
দৌলতপুরে আ.লীগের সম্মেলন সফলে অধ্যক্ষ সুমনের কৃতজ্ঞতা

ফায়ার সার্ভিসের কর্মীরা জানান, প্রাথমিকভাবে আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১৪টি ইউনিট পাঠানো হয়। পরে ঘটনাস্থল থেকে আরও চাওয়া হলে ৬ ও ২টি গাড়ি পাঠানো হয়। পরে আরো তিনটি ইউনিট এসে যুক্ত হয়। আগুন নিয়ন্ত্রণে বর্তমানে মোট ২৫টি ইউনিট কাজ করছে।

প্রসঙ্গত, সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি। ফায়ার সার্ভিসের কর্মীরা রাজধানী সুপার মার্কেটের নিচ থেকে দোতলার আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন।

নভেম্বর ২০, ২০১৯ at ১৯:৩৭:২৯ (GMT+06)
দেশদর্পণ/আহা/আক/ভোকা/এএএম