৬ষ্ঠ শ্রেণীর স্কুলছাত্রীকে ধর্ষন করলো ৭ম শ্রেনীর ছাত্র

ঝিনাইদহের শৈলকুপায় সপ্তম শ্রেনীর স্কুল ছাত্র ধর্ষন করেছে ৬ষ্ঠ শ্রেনীর স্কুল ছাত্রীকে। শুক্রবার রাত সাড়ে ৮ টার দিকে শৈলকুপা উপজেলার গাবলা গ্রামে এ ঘটনা ঘটে। ধর্ষিত স্কুল ছাত্রী ভাটই মাধ্যমিক বিদ্যায়ের ৬ষ্ঠ শ্রেনীর ছাত্র।

নির্যাতিতা স্কুলছাত্রীকে ডাক্তারী পরীক্ষার জন্য ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। নির্যাতিত স্কুল ছাত্রী জানায়, রাত সাড়ে ৮ টার দিকে পড়া শেষ করে বাড়ির পাশে যাচ্ছিলো তার বাবা-মাকে ডাকতে যাচ্ছিল। বাড়ির বাইরে যাওয়া মাত্রই গাবলা গ্রামের রুহুল আমিনের ছেলে ও ভাটই মাধ্যমিক বিদ্যায়ের ৭ম শ্রেনীর ছাত্র রিফাত তার ৩ জন সহযোগি জোরপুর্বক স্কুল ছাত্রীকে তুলে নিয়ে ধর্ষন করে বাড়ির পাশের কলাবাগানে ফেলে রেখে যায়।

আরো পড়ুন :
শীতে শুকনো ঠোঁটের যত্নে
জেডিসি পরীক্ষার্থীদের নকল সঙ্গে রাখায় ২ কক্ষ পরিদর্শকে কারাদণ্ড

পরে পরিবারের লোকজন তাকে না পেয়ে খোঁজা-খুজি শুরু করে। একপর্যায়ে তাকে কলাবাগান থেকে অচেতন অবস্থান উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করে। ঝিনাইদহ সদর হাসপাতালের গাইনি বিভাগের চিকিৎসক ডাঃ মার্ফিয়া ধর্ষিতার ডাক্তারী পরীক্ষা সম্পন্ন করেন। তিনি শনিবার বিকালে জানান, একজন দ্বারা শিশুটি ধর্ষিত হয়েছে। শৈলকুপা থানার ওসি বজলুর রহমান বলেন, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। ধর্ষক এখনো ধরা পড়েনি।

১৬ নভেম্বর, ২০১৯  at ২০:১৬:৩০ (GMT+06)
দেশদর্পণ/আহা/আক/কাজালি/এজে