মাদক সম্রাট রাজু ফেন্সিডিলসহ গ্রেফতার

চুয়াডাঙ্গার জীবননগর থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে শুক্রবার (১৫ নভেম্বর) দুপুরে উপজেলার মনোহরপুর থেকে ফেনসিডিলসহ মাদক ব্যাবসায়ী রাজু আহম্মেদ (২৬) গ্রেপ্তার। গ্রেপ্তারকৃত মাদক ব্যাবসায়ী জীবননগর উপজেলার মনোহরপুর গ্রামের আব্দুল সাত্তারের ছেলে।

থানা পুলিশ সুত্র থেকে জানা গেছে, জীবননগর থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলামের নেতৃত্বে এসআই আমির হোসেন সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার দেহাটি গ্রামে অভিযান পরিচালনা করে শুক্রবার দুপুরে ১৬০ বোতল ফেনসিডিলসহ মাদক ব্যাবসায়ী রাজু আহম্মেদকে গ্রেপ্তার করেন।

নতুন ওসি আসার সাথে সাথে মাদক অভিযানের কাজ শুরু করে দিয়েছে। এভাবে মাদক অভিযান চালাতে থাকলে মাদক নির্মুল সম্ভব। দেহাটি গ্রামে আরো কিছু মাদক ব্যবসায়ী আছে বলে জানা গেছে। যারা মাদক ব্যবসার রুট হিসাবে কাজ করে থাকে।

এব্যাপারে জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) তদন্ত ফেরদৌস ওয়াহিদ বলেন, ফেনসিডিলসহ গ্রেপ্তার মাদক ব্যাবসায়ী রাজু আহম্মেদ স্বরাষ্ট্র মন্ত্রালয়ের তালিকা ভুক্ত আসামি তার বিরুদ্ধে জীবননগরসহ বিভিন্ন থানার মাদকদ্রব্য আইনে মামলা রয়েছে।

আরও পড়ুন:
বেনাপোলের দৌলতপুর সীমান্তে নারী-পুরুষসহ আটক-৪
সরকারি নির্মাণ কাজে নিষিদ্ধ হচ্ছে ইট!

সে দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন এলাকা দিয়ে মাদকের চালান বহন করতে থাকে বলে আমরা জানতে পারি তারপর আমরা আমাদের সোর্স নিয়োগ করি রাজুর পিছনে। আমাদের সেই সোর্সের গোপন সংবাদের ভিত্তিতে তাকে ফেনসিডিলের চালানসহ গ্রেপ্তার করতে সক্ষম হই। রাজুর বিরুদ্ধে জীবননগর থানায় ২০১৮ সালের মাদক আইনের ৩৬ (১) স্বারনির ১৪(গ)/৪১ মামলা রুজু করা হয়েছে।

নভেম্বর ১৫, ২০১৯ at ১৮:৩২:৩০ (GMT+ 06)
দেশদর্পণ/আহা/আক/টিআর/এআই