আজ অভিনেতা রাজীবের ১৫তম মৃত্যুবার্ষিকী

বাংলাদেশর চলচ্চিত্রের কিংবদন্তী খল অভিনেতা ওয়াসীমুল বারী রাজীবের ১৫তম মৃত্যুবার্ষিকী আজ বৃহস্পতিবার। ২০০৪ সালের আজকের এই দিনে রুপালি পর্দার শক্তিমান এ অভিনেতা ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। তার গ্রামের বাড়ি ছিল পটুয়াখালী জেলার দুমকি উপজেলায়। ঢাকার উত্তরার ৪ নম্বর সেক্টরে সিটি করপোরেশনের কবরস্থানে তাকে সমাহিত করা হয়। ১৯৮২ সালে কাজী হায়াৎ-এর ‘খোকন সোনা’ নামের একটি সিনেমা দিয়ে চলচ্চিত্রে অভিষেক হয় রাজীবের।

প্রায় দুই শতাধিক চলচ্চিত্রে অভিনয় করেছিলে এই দর্শকপ্রিয় খল অভিনেতা। বাংলা সিনেমায় অভিনশিল্পীদের কাছে রাজীব এখনো আইডল। চলচ্চিত্রে খলনায়ক হিসেবে সফল হলেও অনেক চলচ্চিত্রে ভিন্ন ভিন্ন চরিত্রেও অভিনয় করেছেন তিনি।

অভিনয় জীবনের স্বীকৃতিস্বরূপ চারবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন রাজীব। ছাড়াও আরো অনেক সম্মাননা লাভ করেছেন দীর্ঘ ক্যারিয়ারে।

আরো পড়ুন :
প্রাচীন’ মুদ্রা নিয়ে প্রতারণা
মিথ্যা বলার বদ অভ্যাস ট্রাম্পের, কম যান না তার মেয়েও

বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) ব্যবস্থাপনা পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেছেন রাজীব। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির রাজনীতির সাথে জড়িত ছিলেন রাজীব।

১৪ নভেম্বর, ২০১৯  at ১৭:০৫:৩০ (GMT+06)
দেশদর্পণ/আহা/আক/নদি/এজে