চুয়াডাঙ্গায় ফেনসিডিল ও মদসহ এনার্জি ড্রিংকস উদ্ধার

মহেশপুর ব্যাটালিয়ন ৫৮ এর সদস্যদের মাদক বিরোধী অভিযানে চুয়াডাঙ্গা জীবননগর সীমান্ত এলাকা থেকে ২৯৯ বোতল ফেনসিডিল, ৪১ বোতল মদ ও ৫৯ বোতল এনার্জি ড্রিংকস উদ্ধার।

মহেশপুর ব্যাটালিয়ন ৫৮ এর অতিরিক্ত পরিচালক উপ অধিনায়ক কামরুল হাসান এক প্রেস বিজ্ঞপ্তিতে সোমবার (১১ নভেম্বর) সকালে সাংবাদিকদের এ তথ্য জানান।

আরও পড়ুন:
ইবি শিক্ষক মুর্তজা আলীর দ্বিতীয় কাব্যগ্রন্থের মোড়ক উম্মোচন
ভারতে পালিত হচ্ছে গোবর ছোড়াছুড়ির উৎসব !

গোপন সংবাদের ভিত্তিতে মহেশপুর ব্যাটালিয়ন ৫৮ এর অধিনস্থ উথলী বিশেষ ক্যাম্পের সদস্যরা রবিবার ক্যাম্পের সামনে গাড়ি তল্লাশী করে ৫৯ বোতল বাংলদেশি জুস এনার্জি ড্রিংকস ও উথলী রেলস্টেশনের পাশে জংগলের থেকে ৩ বোতল মদ ও ৭ বোতল ফেন্সিডিল, রাজাপুর বিওপি হালদারপাড়া মাঠ থেকে ৬৫ বোতল ফেন্সিডিল, ধোপাখালী বিওপি মাধবখালী মাঠ থেকে ৩৮ বোতল মদ ও ১০১ বোতল ফেন্সিডিল এবং গয়েশপুর বিওপি গয়েশপুর উত্তরপাড়া মাঠ থেকে ১২৬ বোতল ফেন্সিডিল উদ্ধার করেন।

সর্বমোট ৫৯ বোতল এনার্জি ড্রিংকস, ২৯৯ বোতল ফেন্সিডিল ও ৪১ বোতল ভারতীয় মদ উদ্ধার করেন।

প্রেস বিজ্ঞপ্তিতে তিনি আরো বলেন, বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে মাদক চোরাকারবারিরা ফেনসিডিল ফেলে পালিয়ে যাওয়ায় কাউকে গ্রেফতার করা সম্ভব হইনি।

নভেম্বর ১১, ২০১৯ at ১৬:২৮:৩০ (GMT+ 06)
দেশদর্পণ/আহা/আক/টিআর/এআই