কার্পাসডাঙ্গায় নো হেলমেট নো ফুয়েল

চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই সাইফুল ইসলামের নেতৃত্বে কার্পাসডাঙ্গা এম এম ফিলিং ষ্টেশনে গতকাল বৃহস্পতিবার সকালে নো হেলমেট নো ফুয়েলের ব্যানার টানিয়ে দেওয়া হয় ও লিফলেট বিতরন করা হয়।

আরো পড়ুন :
স্বপ্নযাত্রীর আয়োজনে জেলা শিল্পকলা একাডেমিতে অনুষ্টিত হলো ‘অন্তর মম বিকশিত করো’
শিবগঞ্জে অনশনরত অনন্যাকে বিয়ের আশ্বাস নয়নের পরিবারের!

এসময় মাথায় হেলমেট না থাকায় প্রায় তিনশত মোটর সাইকেল আরোহীকে তেল না দিয়ে ফেরত পাঠান এস আই সাইফুল ও তেলপাম্প কৃতপক্ষ।আরো বলেন হেলমেট পরিহিত থাকলে গাড়ি চালক তার  নিরাপত্তা পায়। গাড়িতে চড়িত পরিবারে লোকের স্বাথ্যের  নিরাপত্তা বৃদ্ধি পায়। এ বিষয়ে পুলিশকে  সচেতন মহল সহ এলাকাবাসী সাধুবাদ  জানিয়েছে।

০৮ নভেম্বর, ২০১৯  at ১২:৪৬:৩০ (GMT+06)
দেশদর্পণ/আহা/আক/মো:তারহ/এজে