অস্ত্রের মুখে জিম্মি করে ২৬ লাখ টাকা ছিনতাই

অস্ত্রের মুখে জিম্মি করে বিকাশ এজেন্টের ২৬ লাখ টাকা ছিনতাই করা হয়েছে। বৃহষ্পতিবার কালিগঞ্জ- শ্যামনগর সড়কের কাটাখালি নামকস্থানে এ ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল থেকে এক রাউণ্ড তাজা গুলি ও দু’রাউণ্ড গুলির খোসা উদ্ধার করেছে।

বিকাশ ডিস্ট্রিবিউটর শ্যামনগর উপজেলা শাখার ব্যবস্থাপক প্রদীপ কুমার দে জানান, তিনিসহ মাঠ কর্মী তামিম ও কাস্টমার কেয়ারের কর্মকর্তা মিথুন তিনজন সাউথ ঈষ্ট ব্যাংকের সাতক্ষীরা শাখা থেকে ২৬ লাখ টাকা তুলে একটি মোটর সাইকেলে শ্যামনগর ফিরছিলেন।

আরো পড়ুন:
বিদ্যুৎস্পৃষ্ঠ হয়ে গ্যারেজ কর্মচারীর মৃত্যু
শিক্ষার্থীদের প্রবল আন্দোলনের মুখে আহসানউল্লাহর ভিসির পদত্যাগ

পথিমধ্যে দুপুর দুটোর দিকে তারা কাটাখালি নামকস্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি পালসার মোটর সাইকেলে থাকা তিনজন তাদের গতিরোধ করে। এ সময় তারা শূন্যে পিস্তলের গুলি ছোঁড়ে। তারা ভীত সন্ত্রস্ত হয়ে পড়লে তার পিঠে ঝোলানো ব্যাগে থাকা ২৬ লাখ টাকা ছিনতাই করে পালিয়ে যায় ওই ছিনতাইকারীরা।

কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দেলোয়ার হোসেন জানান, জিজ্ঞাসাবাদের জন্য বিকাশ এজেন্টসহ তিনজনকে থানায় আনা হয়েছে। ঘটনাস্থল থেকে এক রাউণ্ড তাজা গুলি ও দু’রাউণ্ড গুলি খোসা উদ্ধার করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের খুঁজে বের করার চেষ্টা চলছে।

নভেম্বর ০১, ২০১৯ at ০০:১৭:২৯ (GMT+06)
দেশদর্পণ/আহা/আক/আআমা/এএএম