ইলিশ মাছ ধরার অপরাধে গাইবান্ধায় ৭ জেলের কারাদন্ড

ইলিশ সম্পদ সংরক্ষণে গাইবান্ধা সদর উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে সোমবার ব্রহ্মপুত্রের কামারজানি ও মোল্লারচর ইউনিয়নে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

অভিযানকালে ইলিশ মাছ শিকারের দায়ে ৭ জনকে কারেন্ট জাল ও ইলিশ মাছসহ হাতেনাতে আটক করা হয়। আটক ৭ জনের মধ্যে মোল্লারচরের আশরাফ আলী, কামারজানীর আনোয়ার হোসেন, এরশাদুল মিয়া, কঞ্চিপাড়ার আল আমিন,  এরেন্ডাবাড়ীর সোহেল রানাকে ৩দিন করে কারাদন্ড ও কামারজানীর এমদাদুল হককে ৩ হাজার এবং আসাদুল হককে একহাজার টাকা করে জরিমানা করা হয়। পরে জব্দ করা ১০ হাজার মিটার কারেন্ট জাল জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয় এবং আটক ৫ কেজি ইলিশ মাছ সরকারি শিশু পরিবার (বালক) ও রামচন্দ্রপুর ইউনিয়নের এতিমখানায় বিতরণ করা হয়।

আরও পড়ুন:
যবিপ্রবিতে একাডেমিক ক্যালেন্ডার অনুসারে একাযোগে ২৪টি বিভাগের পরীক্ষা শুরু
সুনামগঞ্জের তহিরপুরে চাঁদাদাবী ও লক্ষাধিক টাকা লুট

অভিযানকালে উপস্থিত ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা মোঃ আব্দুদ দাইয়ান, সিনিয়র সদর উপজেলা মৎস্য কর্মকর্তা সঞ্জয় ব্যানার্জী, নির্বাহী ম্যাজিস্ট্রেট বীর আমির হামজা, নৌ-পুলিশের সদস্য ও মৎস্য অফিসের কর্মকর্তা-কর্মচারীগণ।

অক্টোবর ২৮, ২০১৯  at ১৭:৩০:৩০ (GMT+06)
দেশদর্পণ/আহা/আক/এসকেবি/এআই