পুলিশের কথিত সোর্স শরিফকে দুই মাস কারাদণ্ড

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় ভ্রাম্যমাণ আদালতে শরিফ (৩০) নামে এক মাদকাসক্ত যুবককে দুই মাস কারাদণ্ড দেয়া হয়েছে। পুলিশের কথিত সোর্স দণ্ডপ্রাপ্ত শরিফ উপজেলার রিফায়েতপুর ইউনিয়নের সোনাইকান্দি গ্রামের আব্দুল মণ্ডলের ছেলে।

একাধিক সূত্রে জানা গেছে, শরিফ দীর্ঘদিন মাদকে আসক্ত হয়ে বিভিন্ন অপকর্ম চালিয়ে আসছে। এর ধারাবাহিকতায় সোমবার সে মাদক গ্রহণ করে দৌলতপুর মাস্টারপাড়ায় সাংবাদিক আহাদ আলী নয়নের বাড়িসহ থানা বাজারের ব্যবসায়ী শমেদ আলী শামীমের ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালায়।

এ ছাড়া আব্দুল মান্নান ও তাহাজ উদ্দিনের গার্মেন্টসে গিয়েও পুলিশের একজন এসআইয়ের নাম ব্যবহার করে বাকিতে পণ্য নিতে গেলে তা না দেয়ায় মাদকাসক্ত শরিফ গালাগাল করে হুমকি দেয়। খবর পেয়ে দৌলতপুর থানা পুলিশ তাকে আটক করলেও বিকালে ছেড়ে দেয়।
আরো পড়ুন:
ফেসবুকে গুজব ছড়ালেই কঠোর ব্যবস্থা: সচেতনতামুলক সভায় মিলু মিয়া
ভূল চিকিৎসায় প্রসূতি রোগির মৃত্যু ডাঃ সুমনুল হকসহ তিনজনের বিরুদ্ধে মামলা
দুমকিতে আ’লীগের ত্রি-বার্ষিক কাউন্সিলের প্রস্তুতি সভা

এদিকে মঙ্গলবার মাদকাসক্ত শরিফ একই ধরনের ঘটনা আবার ঘটায়। থানা বাজারের ব্যবসায়ী সমিতি ও ভুক্তভোগী এলাকাবাসীর অভিযোগের প্রেক্ষিতে দৌলতপুর থানার এসআই সুলতান আজম তার বিরুদ্ধে গণহারে উপদ্রপের অভিযোগ এনে নির্বাহী ম্যাজিস্ট্রেট বরাবর প্রসিকিউশন করেন।

পরে সহকারী কমিশনার (ভূমি), নির্বাহী ম্যাজিস্ট্রেট আজগর আলীর নেতৃত্বে শরিফের বাড়িতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালানো হয়। এ সময় ১৮৬০ সালের ২৯১ ধারা মোতাবেক শরিফকে দুই মাস কারাদণ্ড দেন এ আদালতের বিচারক, নির্বাহী ম্যাজিস্ট্রেট আজগর আলী। সঙ্গে থাকা পুলিশ
দণ্ডপ্রাপ্ত শরিফকে আটক করে বিকালে কুষ্টিয়া কারাগারে পাঠায়।

মাদক গ্রহণের সুবিধার্থে শরিফ পুলিশের সোর্স হিসাবেও কাজ করতো বলে জানা যায়। মাদকসেবী শরিফের অত্যাচারে শুধু এলাকাবাসীই নয়, তার পরিবারের লোকজনও অতিষ্ঠ হয়ে পড়েছিল। গত কয়েকদিন ধরে সে মানসিক বিকারগ্রস্ত হয়ে নিজের পরিবারের ওপরেও নির্যাতন চালিয়ে আসছিল। এ ঘটনায় অতিষ্ঠ হয়ে আগেরদিন শরিফের মা সহকারী কমিশনার (ভূমি), নির্বাহী ম্যাজিস্ট্রেট আজগর আলীর দপ্তরে গিয়ে মাদকাসক্ত ছেলের বিরুদ্ধে অভিযোগ করেন।

অক্টোবর ২১, ২০১৯ at ১০:৪৪:৩০ (GMT+06)
দেশদর্পণ/আহা/আক/এসআরসে/তআ