উলিপুরে ইলিশ ধরায় ২০ হাজার মিটার জাল পুড়িয়েছে ভ্রাম্যমান আদালত

কুড়িগ্রামের উলিপুরে ব্রহ্মপূত্র নদে মা ইলিশ ধরার অপরাধে ২০ হাজার মিটার জাল পুড়িয়ে দিয়েছে ভ্রাম্যমান আদালত।

মঙ্গলবার দিনভর অভিযান চালিয়ে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার(ভূমি) সোহেল সুলতান জুলকার নাইন কবির ব্রহ্মপূত্র নদে বেশ কয়েকটি নৌকা থেকে এসব কারেন্ট জাল জব্দ করেন।
আরো পড়ুন:
রাজগঞ্জের মাঠে মাঠে চলছে খেজুরের রস সংগ্রহের প্রস্তুতি
রাবির ১ম বর্ষের ভর্তি পরীক্ষা সম্পন্ন

পরে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা রফিকুল ইসলামের উপস্থিতিতে ২০ হাজার মিটার কারেন্ট জাল পুড়িয়ে দিয়ে এবং উদ্ধারকৃত ১ কেজি ৮শত গ্রাম মাছ এতিমখানায় দেয়া হয়।

অক্টোবর ২২, ২০১৯ at ২১:৩৭:৩০ (GMT+06)
দেশদর্পণ/আহা/আক/সাই/তআ