আবরার হত্যার প্রতিবাদে গাইবান্ধায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

বাংলাদেশ প্রকৌশলী বিশ্ববিদ্যালয় (বুয়েট) শেরে বাংলা হলের শিক্ষার্থী  আবরার ফাহাদকে পিটিয়ে হত্যা করার প্রতিবাদে গাইবান্ধায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৯ আক্টোবর) সকালে গাইবান্ধা-ধর্মপুর উপ মহা-সড়কের দারিয়াপুর নামক স্থানে এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিলের আয়োজন করে সাধারণ শিক্ষার্থীরা।

মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন দারিয়াপুর হাজী ওসমান গণি কলেজের প্রভাষক আব্দুর রাজ্জাক রেজা।

আরো পড়ুন:
আরো ১০৫ বাংলাদেশিকে ফেরত পাঠালো সৌদি আরব
ক্যাসিনো সেলিমের ১০ দিনের রিমান্ড আবেদন

আরও বক্তব্য রাখেন মতিয়ার রহমান টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের প্রভাষক ও জেলা কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মুকুল, জেলা বাসদের আহবায়ক গোলাম রব্বানী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব কিরণ-ময় বর্মন, রফিকুল ইসলাম, সুকুমার চন্দ্র মোদক, শিক্ষার্থী তৈয়ব মিয়া, জাকির হোসেন প্রমুখ।

বক্তারা দ্রুত আবরার হত্যার বিচার ও দোসী ব্যক্তিদের আজীবনের জন্য ছাত্রত্ব বাতিল, প্রতিষ্ঠান থেকে ছাত্রলীগ মাস্তান্দের দমনের দাবী জানানো হয়।

অক্টোবর ০৯, ২০১৯ at ১৪:০৮:৩০ (GMT+06)
দেশদর্পণ/আহা/আক/সুকুব/এএএম