বিষপানে এক যুবকের মৃত্যু

আলমডাঙ্গার বাড়াদী ইউনিয়নের অনুপনগরে বিষপানে এক যুবকের মৃত্যু হয়েছে। জানা গেছে বুধবার বেলা ২ টার সময় অনুপনগর খাল পাড়ার আশরাফ শরিফের ছেলে আরমান (১৯) আঠারোখাদা-নতীডাঙ্গা মাঠে নিজের মরিচ খেতে কাজ করতে গিয়ে বিষপান করে।

মাঠে উপস্থিত লোকজন টের পেয়ে আরমানকে দ্রুত উদ্ধার করে আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য হারদী হাসপাতালে নিয়ে যায়।

সেখানে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। এ দিকে আলমডাঙ্গা থানায় সংবাদ দিলে থানা পুলিশের এসআই আ: রহিম ঘটনার সত্যতা যাচাই করতে ময়না তদন্তের জন্য লাশ আলমডাঙ্গা থানায় নিয়ে যায়।

আরও পড়ুন:
হেলমেট ছাড়া মিলবে না বাইকের তেল
পুলিশের অভিযানে গ্রেপ্তার ৮০

স্থানীয় সুত্রে জানা গেছে এক দিন আগে ইজিবাইক কেনাকে কেন্দ্র করে বাবা-মার সাথে ঝগড়া হয় আরমানের। এ ঘটনা থেকেই হইতো বিষপান করতে পারে বলে জানান স্থানিয়রা।

আরমানের বাবা আশরাফ শরিফ বলেন বিষ খাওয়ার খবর শুনতে পেয়ে মাঠে দৌড়ে গিয়ে দেখি হাসপাতালে নিয়ে গেছে। তার কিছুক্ষন পরে শুনতে পারি আমার আরমান আর বেচে নেই।

সেপ্টেম্বর ১৯, ২০১৯ at ২২:১৫:২৯ (GMT+06)
দেশদর্পণ/আহা/আক/মোতার/এএএম