কাজিপুরে স. প্রা. বিদ্যালয়ে প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার ২৩৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে।

২৯ মার্চ বুধবার সকালে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা সুখময় সরকার।

তিনি বলেন, পবিত্র রমজান মাসে স্কুল অধিক সময় বন্ধ থাকাবস্থায় শিক্ষার্থীরা যাতে লেখাপড়ায় ক্ষতি না হয়, সেই দিক বিবেচনা করে পাঠদানে দিক নির্দেশনা প্রদান করবেন।

আরো পড়ুন :
> র্বীরগঞ্জে লিচুর ফুল থেকে মধু সংগ্রহে ব্যস্ত মৌয়ালরা
> খানসামায় কয়েলের আগুনে পুড়লো ৩ঘরসহ ৮ গবাদিপশু ও হাঁস-মুরগি

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা সহকারী শিক্ষা অফিসার আবু সাঈদ এবং আবু জুবায়ের, উপজেলা সমাজসেবা অফিসার আলাউদ্দিন, প্রধান শিক্ষক সমিতির সভাপতি শওকত আলী, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, প্রধান শিক্ষক, আল আমিন প্রমুখ। সভায় দুই শতাধিক প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ উপস্থিত ছিলেন।

মার্চ ২৯, ২০২৩ at ১৪:৫০:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/আসোচা/সুরা