নারায়ণগঞ্জে স্পিনিং মিলে আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার একটি স্পিনিং মিলে আগুন লেগেছে এবং তা ছড়িয়ে পড়েছে। মঙ্গলবার দুপুর ১টার দিকে উপজেলার ভুলতার নান্নু স্পিনিং মিলে এ অগ্নিকাণ্ডের সূচনা হয় বলে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কাঞ্চন স্টেশনের দায়িত্বরত কর্মকর্তা রিয়াজুল ইসলাম জানান।

ভুলতা পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মোস্তাফিজুর রহমান জানান, নান্নু স্পিনিং মিলে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট কাজ করে যাচ্ছে। তবে কি কারণে আগুন লেগেছে তা এখনো বিস্তারিত জানা যায়নি বলে তিনি জানান।

আরো পড়ুন:
> রাণীশংকৈলে বেড়েছে মসজিদগুলোতে ব্যাপক চুরি
> গর্ভবতী স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুডন্ডাদেশ ও পঞ্চাশ হাজার টাকা জরিমানা

ফেব্রুয়ারি ২৮,২০২৩ at ১৬:১৮:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/ভোকা/সুরা