তাড়াইলে নবাগত জেলা প্রশাসকের সাথে মতবিনময় সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জের তাড়াইল উপজেলায় বিশিষ্টজনদের সাথে নবাগত জেলা প্রশাসক জনাব: মো. আবুল কালাম আজাদ এর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকাল ১১টা উপজেলার মিলনায়তনে তাড়াইল উপজেলা প্রশাসন মতবিনিময় সভার আয়োজন করেন। তাড়াইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লুবনা শারমীন সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান জহিরুল ইসলাম ভূইয়া শাহিন, তদন্ত অফিসার মিজানুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আলমাছ হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান নার্গিস সুলতানা।

মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দল হাই, শিক্ষক, বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ ও গণমাধ্যম জনপ্রতিনিধি ও বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ। এ সময় বক্তারা, নিত্য প্রয়োজনীয় দ্রব্যের বাজার মুল্য নিয়ন্ত্রণ, শিক্ষা, স্বাস্হ্য উন্নয়ন, সহ প্রকল্প বাস্তবায়ন অগ্রগতি সহ বিভিন্ন বিষয় তুলে ধরেন প্রদান করেন ।

এ সময়ের জেলা প্রশাসক তার বক্তব্যে বলেন,দেশের উন্নয়ন অগ্রযাত্রা স্থিতিশীল রাখতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। আইনশৃঙ্খলা বাহিনী সক্রিয় ভূমিকায় থাকার আহ্বান জানান, প্রতিটি উপজেলাকে স্মার্ট উপজেলা হিসেবে রূপান্তরিত করতে হবে এই জন্য, এইজন্য উপজেলা নির্বাহী অফিসার উপজেলা চেয়ারম্যান সহ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের কে নিজ নিজ অবস্থান থেকে কাজ করার আহ্বান জানান।

আরো পড়ুন:
>এনআইডি-সনদ-পাসপোর্ট অনুযায়ী জন্মনিবন্ধনের তারিখ পরিবর্তন নয়
>রাজশাহীতে আমের বাম্পার ফলনের আশা

অবৈধ দখল,বিভিন্ন বাজারের ড্রেনেজ ব্যবস্থাসহ বিভিন্ন বিষয়ে জেলা প্রশাসকরে হস্তক্ষেপ কামনা করেন। জেলা প্রশাসক সকল উপজেলার বিভিন্ন সমস্যা সম্ভাবনা ও উন্নয়নের বিষয়ে এক হয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

ফেব্রুয়ারি ০৯.২০২৩ at ১৪:২৪:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/মেইস/ এসআর