গাবতলীতে পুকুর খনন, বাড়ি ভেঙ্গে পড়ার আশংকা থানায় অভিযোগ

বগুড়ার গাবতলীতে বাড়ির সিমানা ঘেঁষে পুকুর খনন করা হচ্ছে।

বগুড়ার গাবতলীতে বাড়ির সিমানা ঘেঁষে পুকুর খননে বাধাঁ দেয়ায় প্রাননাশসহ বিভিন্ন হুমকি প্রদান করা হয়েছে, এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দেয়া হয়েছে।

জানা গেছে, গাবতলী উপজেলার নেপালতলী উচ্চবিদ্যালয়ের পিছনপাড়া গ্রামের মৃত আব্দুল জলিল মোল্লার ছেলে মো. সেলিম মিয়ার বাড়ি ঘেঁষে সীমানা সংলগ্ন একই গ্রামের মৃত ভোলার  ছেলে মো. আলাল উদ্দীন তার জমিতে অসৎ উদ্দেশ্যে পুকুর খনন শুরু করেছে।

পুকুর খননের ফলে বাদী সেলিম মিয়ার বসত বাড়িসহ অন্যান্য কয়েকটি বাড়ি ও ফসলী জমি পুকুরের গর্তে বিলিন হওয়ার আশংকা রয়েছে। এঘটনায় সেলিম মিয়াসহ কয়েকজন ২২ নভেম্বর পুকুর খননকারী আলাল উদ্দীনকে সীমানা ঘেঁষে পুকুর খনন করতে নিষেধ করে। নিষেধ উপেক্ষা করে উল্টো আলাল উদ্দীন, সেলিম মিয়াসহ সকলকে প্রাননাশসহ বিভিন্ন হুমকি প্রদান করে।

আরো পড়ুন :
কুয়েটে শিক্ষকের মৃত্যু, ৯ ছাত্রকে সাময়িক বহিষ্কার
স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা

শান্তি ভঙ্গের আশংকায় সেলিম মিয়া বাদী হয়ে গাবতলী মডেল থানায় আলাল উদ্দীনকে বিবাদী করে একটি লিখিত অভিযোগ দায়ের করে। এ ঘটনায় থানার এএসআই কাজেম উদ্দীন ঘটনার স্থান পরিদর্শন করেন।

ডিসেম্বর ০৪.২০২১ at ১৭:৪৫:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/আইআ/রারি