শুদ্ধ করে নেওয়া”র অজুহাতে গৃহবধুকে ন্যাড়া করে ঘোল ঢালার প্রতিবাদে মানববন্ধন

নওগাঁর বদলগাছীতে গয়েশপুর বাঁশপাড়া নামক গ্রামে “শুদ্ধ করে নেওয়া”র অজুহাতে এক গৃহবধু নারীকে হেনেস্তা করে মাথা ন্যাড়া করে ঘোল ঢালার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৩০শে আগষ্ট) বদলগাছী চারমাথা মোড়ে কনসার্নড উইমেন ফর ফ্যামিলি ডেপলপমেন্ট (ঈডঋউ) বদলগাছী, নওগাঁ এই মানববন্ধনের আয়োজন করে।

আরো পড়ুন:

> পাইকগাছা উপজেলা পরিষদের বাই-সাইকেল ও সেলাই মেশিন বিতরণ
> মদনে নিখোঁজ গৃহবধুসহ সন্ধান মিলেছে ৬ মাসের শিশু

প্রোগ্রাম সমন্ময়কারী রেহেনা পারভীনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন বদলগাছী থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিয়ার রহমান, উপজেলা যুবমহিলা লীগের নেত্রী রিনা বেগম, প্রোগ্রাম অফিসার জুলেখা আক্তার,একাউন্ট এন্ড এ্যাডমিন অফিসার মোহন আলী,ফিল্ড ফ্যাসিলিটেটর আমিনুল ইসলাম,ফিরোজ হোসেন,খুজিস্তা আক্তার,কমিউনিটি মোবালাইজার উজ্জ্বলা দিত্তী তপ্ন, মাফিজুল ইসলাম,নাজিউর রহমান,পপি আক্তার,আদরী আক্তার,ফাতেমা আক্তার সহ বিভিন্ন দলের নারী ও কিশোরী বৃন্দ।

মানববন্ধনে থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিয়ার রহমান বলেন, আমরা ঘটনা জানা মাত্র ঘটনাস্থলে গিয়েছি। ঐ নির্যাতিত নারীর পাশে দাঁড়িয়েছি। এবং ঘটনার সাথে জরিত ৩ জন আসামীকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করেছি।

আগষ্ট ৩০,২০২৩ at ১৭:২৭:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/দেপ্র/ইর