জাবিতে ছাত্রদল নেতা হাবিব-তুষারের স্মরনে দোয়ার আয়োজন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ছাত্রদল নেতা হাবিবুর রহমান কবির ও শহিদুল ইসলাম তুষারের মৃত্যুবার্ষিকীতে দোয়া ও মিলাদ মাহফিল এর আয়োজন করে জাবি শাখার জাতীয়তাবাদী ছাত্রদল।

শনিবার (২৬শে আগস্ট) সংগঠনটির জাবি শাখার সাবেক সভাপতি পারভেজ মল্লিকের আয়োজনে এই দোয়া মাহফিল হয়।

পারভেজ মল্লিক জানান, ছাত্রদলের যে সকল নেতাকর্মী ইন্তেকাল করেছেন তাদের রুহের মাগফেরাত কামনায় বাদ আসর বিশ্ববিদ্যালয় সংলগ্ন একটি এতিম খানা ও মাদ্রাসায় দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সম্পাদক হাফিজুর রহমান সোহান, যুগ্ম সম্পাদক আব্দুর রহিম সৈকত, সহ-সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম খলিল বিপ্লব, সহ-সাংগঠনিক সাইফুল ইসলাম সাগর, সাবেক ছাত্রনেতা আজমল হোসেন তমাল প্রমূখ।

এ সময় আরও উপস্থিত ছিলেন শহীদ রফিক-জব্বার হলের যুগ্ম আহ্বায়ক আব্দুল কাদের মার্জুক, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের যুগ্ম আহ্বায়ক রাকিবুল হাসান শুভ, মীর মশাররফ হোসেন হলের যুগ্ম আহ্বায়ক ইকবাল হোসাইন, ছাত্রদল নেতা সেলিম রেজা, আরিফুজ্জামান আরিফ, যোবায়ের আল মাহমুদ, নাইমুল হাসান কৌশিক রেজাউল আমিন রেজা, শফিকুল ইসলাম, শাহানুর রহমান, মো. রাজন মিয়া, মোঃ হাসান, জিল্লুর রহমান, মুরাদ, নিশাত, শরীফুল ইসলাম শরীফ, জিসান সহ অর্ধশতাধিক নেতাকর্মী।

উল্লেখ্য, ১৯৮৯ সালের ১৫ই আগস্ট ছাত্রশিবিরের হাতে বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের ১৬তম ব্যাচের শিক্ষার্থী ছাত্রদল নেতা হাবিবুর রহমান কবির আহত হন। পরে চিকিৎসাধীন অবস্থায় ওই বছর ২৬শে আগষ্ট মারা যান। ২০১৬ সালের এই দিনে হাবিবুর রহমান কবিরের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে ফেরার পথে বিশ্ববিদ্যালয়ের ডেইরি গেটে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হন জাবি ছাত্রদলের তৎকালীন সহ-সভাপতি শহীদুল ইসলাম তুষার।