গোড়াগাড়ীতে ১কোটি টাকার হেরোইন ও একটি পিস্তল-সহ দুই চোরাকাররি গ্রেফতার

রাজশাহীতে ১টি ওয়ানশুটার গান ও ১ কেজি হেরোইন-সহ দুই চোরা-কারবারিকে গ্রেফতার করেছে রাজশাহী জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) । বৃহস্পতিবার (২৪ আগস্ট) দিবাগত রাত দেড় টায় রাজশাহীর গোদাগাড়ী থানার মাটিকাটা আদর্শ কলেজ এলাকায় তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো: মো. জামাল (৩৯), সে গোদাগাড়ী থানার দিয়াড় মানিকচরের মো. রকিবুর রহমানের ছেলে ও তার সহযোগী মো. ইসমাইল হোসেন (২৪), সে একই থানার ভগবন্তপুরের মো. আনারুল হকের ছেলে।
শুক্রবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোঃ রফিকুল আলম।

আরো পড়ুন :

> ক্ষেতলালে ৯০০ পিস ট্যাপেন্টাডলসহ ২ মাদক ব্যবসায়ী আটক
> চৌগাছা থানার নবাগত অফিসার ইনচার্জ ইকবাল বাহার চৌধুরী, মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষনা

তিনি জানান, বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি অভিযানিক দল জানতে পারে গোদাগাড়ীর মহিষালবাড়ী বাজারের দুইজন মাদক কারবারি অবৈধ অস্ত্র ও মাদক নিয়ে অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে তাদের হেরোইন ও অস্ত্র-সহ হাতেনাতে গ্রেফতার করে পুলিশ পরিদর্শক (ডিবি) মো. আব্দল হাই ও সঙ্গীয় ফোর্স।

এ ব্যপারে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে গোদাগাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন এবং অস্ত্র আইনে একটি মামলা রুজু হয়েছে। শুক্রবার সকালে তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

আগস্ট ২৪, ২০২৩ at ১৭:০৯:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/মারারা/ইর