যশোরের চৌগাছা থানার নবাগত অফিসার ইনচার্জ ইকবাল বাহার চৌধুরী মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষনা দিয়েছেন। একই সাথে চাঁদাবাজ, সন্ত্রাস দমনসহ আইন শৃংখলা সমন্বিত রাখতে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেছেন। ২৪ আগস্ট বৃহস্পতিবার বিকালে থানা অভ্যন্তরে তাঁর কার্যালয়ে সাংবাদিকদের সাথে কুশল বিনিময় ও মতবিনিময় সভায় তিনি এমন প্রত্যয় ব্যক্ত করেন এবং সহযোগিতা কামনা করেন।
সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, যশোরের সুযোগ্য পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার স্যারের নির্দেশে আমি অত্র থানাতে যোগদান করেছি। অতএব মাদক প্রতিরোধে কাউকে আমি পরোয়া করিনা। মাদকের বিষয়ে কোনো সুপারিশ চলবে না।
আরো পড়ুন :
> কচুরীপানায় নাব্যতা সংকটে ঐতিহ্য হারাচ্ছে বলুগা খাল
> তিন দিনের ছুটি ঘোষণা, বন্ধ থাকবে ব্যাংক-শিক্ষাপ্রতিষ্ঠান
তিনি বলেন, আমি জেনেছি,অত্র উপজেলায় মাদকদ্রব্য, চোরাচালান ঘিরেই বিভিন্ন অপরাধ সংঘঠিত হয়। যা দ্রুততার সাথে নির্মূল সম্ভব করা না গেলেও বহুলাংশে প্রতিরোধ ও নিয়ন্ত্রন করা সম্ভব। এ সময় তিনি সাংবাদিকদের আন্তরিক সহযোগিতা কামনা করেন। মাদক, চোরাচালান, সন্ত্রাস ও অস্ত্রবাজিদের তথ্য দিয়ে তাঁর কাজকে সহজ করতে পুলিশের পাশে থাকার আহবান জানান।
মতবিনিময় সভায় উপজেলার ভৌগলিক অবস্থানসহ বিভিন্ন সমস্যা ও সমস্যা উত্তোরণের উপায় খুঁজতে তিনি খোলামেলা আলোচনা করেন।
এ সময় তিনি বলেন প্রত্যেকটি ইউনিয়ন, পৌরসভা ও হাটবাজারে মাদক প্রতিরোধে সভা করা হবে। বিট পুলিশিং সভার কার্যক্রম আরো বাড়ানো হবে। তিনি বলেন আমরা কেউ ভুলের উর্ধ্বে নয়। তারপরও নিষ্ঠা ও দায়িত্বের সাথে আমি দায়িত্ব পালন করব। আজ থেকে আমি অত্র উপজেলার সন্তান। তাই যারা অত্র অঞ্চলে অস্থিরতা সৃষ্টির পায়তারা করবে তাদের কোন ছাড় দেয়া হবেনা। এ সময় তিনি তাঁর কার্যালয়ে সময় দেয়ার জন্য সাংবাদিক নেতৃবৃন্দের ধন্যবাদ জানান।
মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে আলোচনা করেন, প্রেসক্লাব চৌগাছার সভাপতি সহকারী অধ্যাপক ইয়াকুব আলী, সিনিয়র সহ-সভাপতি সহকারী অধ্যাপক সিদ্দিকুর রহমান, সহ-সভাপতি ও প্রধান শিক্ষক ওয়ালিউর রহমান, সাধারণ সম্পাদক শাহানুর আলম উজ্জ্বল, রিপোর্টার্স ক্লাবের সভাপতি মুকুরুল ইসলাম মিন্টু, সাপ্তাহিক চৌগাছার সম্পাদক খাজা ফজিল আইজ উজ্জ্বল, সাংবাদিক খালেদুর রহমান, এম শাহীন, অমেদুল ইসলাম, শওকত আলী, খলিলুর রহমান জুয়েল প্রমূখ।
এ সময় উপস্থিত ছিলেন সাংবাদিক বাবলুর রহমান, টিপু সুলতান, সুজন দেওয়ান, কবিরুল ইসলাম, রেজাউল করিম সাগর, মহিদুল ইসলাম, ইমাম হোসেন সাগর, শাহীন সোহেল, শিপলু খান প্রমূখ।
মতবিনিময় সভা শেষে প্রেসক্লাব ও রিপোর্টার্স ক্লাবের পক্ষ থেকে নবাগত অফিসার ইনচার্জকে বই উপহার দেয়া হয়। এ সময় তিনি তা সানন্দে গ্রহন করেন এবং শুভেচ্ছা জানান।
আগস্ট ২৪, ২০২৩ at ১৬:৩২:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/দেপ্র/ইর