রাজশাহীতে বিপুল পরিমাণ চোলাই মদসহ ২জন মাদক কারবারী গ্রেফতার

রাজশাহী জেলার তানোর হতে ২০৫০ লিটার চোলাই মদসহ ২জন মাদক কারবারীকে গ্রেফতার করেছে র‌্যাব-৫।
শুক্রবার (১৮ আগস্ট) ভোর পোনে ৫টায় তানোর থানাধীন মালশিয়া নামক এলাকা হতে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত মাদক কারবারীরা হলো: রাজশাহী জেলার তানোর থানাধীন মালশিরা আদিবাসীপাড়া গ্রামের মৃত ভুট্টি মাড্ডীর ছেলে দিলীপ মাড্ডী (২২) ও একই গ্রামের মৃত মঙ্গল কিস্কুর ছেলে পরেশ কিস্কু (৫৫)।

আরো পড়ুন :

> রাবিতে ভর্তি জালিয়াতি, ৮ জনের বিরুদ্ধে মামলা
> পাইকগাছায় আন্ত জেলা অজ্ঞান পাটির ৪ সদস্যকে গ্রেফতার; চোরাই ইজিবাইক উদ্ধার

র‌্যাব জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারা যায় কতিপয় মাদক ব্যবসায়ী রাজশাহী জেলার তানোর থানাধীন মালশিরা আদিবাসীপাড়া গ্রামে মাদক কারবারী দিলীপ মাড্ডীর বসতবাড়িতে চোলাই মদ বিক্রয় করছে। এমন তথ্যের ভিত্তিতে শুক্রবার ভোর পোনে ৫টায় দিলীপ মাড্ডীর বসতবাড়ির চতুর দিকে ঘেরাও করে মূল গেট দিয়া ভিতর প্রবেশ করা মাত্রই বাড়ির ভিতর হইতে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে দুইজন ব্যাক্তি পালানোর চেষ্টা কালে বাড়ির ভিতরেই তাহাদেরকে সঙ্গীয় ফোর্সের সহায়তায় আটক করা হয়। এসময় ২০৫০ লিটার চোলাই মদ ও চোলাই মদ তৈরীর সরঞ্জামাদি জব্দ করা হয়।

গ্রেফতারকৃত মাদক কারবারীদের বিরুদ্ধে রাজশাহী জেলার তানোর থানায় মাদক আইনে মামলা রুজু করা হয়েছে।

আগস্ট ১৭, ২০২৩ at ১৭:৫৮:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/মারারা/ইর