পাইকগাছায় আন্ত জেলা অজ্ঞান পাটির ৪ সদস্যকে গ্রেফতার; চোরাই ইজিবাইক উদ্ধার

পাইকগাছা থানা পুলিশ আন্ত জেলা অজ্ঞান পাটির ৪ সদস্যকে গ্রেফতার করেছে। বৃহষ্পতিবার ভোররাতে অভিযান চালিয়ে ডুমুরিয়া উপজেলার চর ডুমুরিয়া এলাকা থেকে আনোয়ার ঢালী কে (৩৪) গ্রেফতার করে। সে খুলনা সোনাডাঙ্গা থানার মৃত্যু ইউনুছ ঢালী ছেলে।

তার স্বীকারোক্তিতে খুলনা সোনাডাঙ্গা থানা এলাকা থেকে দুটি চোরাই ইজিবাইক সহ আরো ৩ জনকে গ্রেফতার করা হয়। ইউসুফ ঢালীর ছেলে আসাদুল ইসলাম (২৪) ও কয়রা থানার ৪ নং কয়রার আব্দুল অহেদের ছেলে আব্দুস ছালাম মোল্যা মাদানী (৫১) গ্রেফতার করা হয়।

আরো পড়ুন :

> মানবিক ও কল্যাণ রাষ্ট্র গঠনে সর্বজনীন পেনশন চালুকে অভিনন্দন জানাতে ব্যর্থ বিএনপি: তথ্যমন্ত্রী
> ভোলায় ২৫০ পিচ ইয়াবাসহ দুই যুবক আটক

গত ৯ আগষ্ট কয়রা থানার অর্জুন পুর গ্রামের ইজিবাইক চালক নুর ইসলাম (৪৫) কে অজ্ঞান করে পাইকগাছা হাসপাতালে ফেলে রেখে ইজিবাইক নিয়ে পালিয়ে যায়।

এ ঘটনায় নুর ইসলাম বাদী হয়ে পাইকহাছা থানায় অজ্ঞাতদের নামে মামলা করে ও তাদের ব্যাবহৃত মোবাইল নাম্বারটি পাইকগাছা থানা পুলিশকে দেয়। খুলনা জেলা সহকারী পুলিশ সুপার (ডি সার্কেল) ও পাইকগাছা থানার উপ-পুলিশ পরিদর্শ তাকবির হোসেন নের্তৃত্বে উন্নত প্রযুক্তি ব্যবহার করে বৃহষ্পতিবার ভোররাতে রাতে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকুত ব্যক্তিরা হলেন, খুলনার সোনাডাঙ্গা থানা এলাকার আক্কাজ কোঠালির ছেলে আলামীন কোঠালি (২৪), একই এলাকার ও পাইকগাছা থানার অফিসার ইনচার্জ মো. রফিকুল ইসলাম জানান, অজ্ঞান পাটির ৪ সদস্যকে গ্রেফতার করা হয়। তারা বিভিন্ন এলাকায় মটর সাইকেল চালক ও ইজিবাইক ড্রাইভারকে খাবারের সাথে অজ্ঞান করার ঔষধ খাওয়া অচেতন করে সে গুলো নিয়ে পালিয়ে যাওয়ার কথা স্বীকার করেছে। তাদের সাথে আরো সদস্য রয়েছে বলে তারা জানান। তাদেরকে আটকের চেষ্টা চলছে।

আগস্ট ১৭, ২০২৩ at ১৭:০২:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/ইহ/ইর