যশোরে যাত্রবাহী বাস উল্টে প্রাণ গেল হেলপারের, আহত ৪

যশোরে যাত্রীবাহী বাস উল্টে আজ্ঞাতনামা এক হেলপারের নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও চারজন। আজ বৃহস্পতিবার (৩ আগষ্ট) যশোর খুলনা মহাসড়কের রূপদিয়া জামতলা আফিল অটো ব্রিকস এর সামনে এ দুর্ঘটনা ঘটে।

আরো পড়ুন :

> মুকসুদপুরে লখন্ডা জীরাতলি মাধ্যমিক বিদ্যালয়, ১মবার এসএসসি পরীক্ষায় শতভাগ ফেল
> শাহজাদপুরে শিশুর ক্ষতবিক্ষত গলিত লাশ উদ্ধার

আহতরা হলেন- আবুল খায়ের (৬৬), শফিকুল (৪৫), মেজবাউল (৬৪) ও আবু সুফিয়ান (৩৬)। আহতরা জানান- খুলনা থেকে যশোরগামী রূপসা পরিবহন (রেজি. ঢাকা মেট্রো ব-১৪-৫৪৮১ ) ও পরিবহন রুপসাকে ওভারটেক করার সময় উভয় গাড়ি মধ্যে সাইড দেয়া নিয়ে রূপসা গাড়ি সড়কের ওপর উল্টে যায়। বাসটি উল্টে যাওয়ায় আজ্ঞাতনামা হেলপারসহ আরও চার যাত্রী গুরুতর রক্তাক্ত জখম হয়।

এ অবস্থায় তাদের উদ্ধার করে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে আনলে কর্তব্যরত চিকিৎসক হেলপারকে মৃত ঘোষণা করেন।

আগস্ট ০৩, ২০২৩ at ১৬:০৭:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/দেপ্র/ইর