কাউকে রাস্তা আটকাতে দেওয়া হবে না: ডিএমপি কমিশনার

ছবি- সংগৃহীত।

রাজনৈতিক কর্মসূচির নামে কাউকে রাস্তা আটকাতে দেওয়া হবে না বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক।

শুক্রবার রাতে গণমাধ্যমকে ডিএমপি কমিশনার বলেন, আমরা কাউকে রাস্তা আটকাতে দেব না। যদি কেউ আটকায় তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেব।

আরো পড়ুন :

> গৃহবধূকে হত্যার পর লাশ আগুনে পোড়ানোর অভিযোগে, স্বামী ও দেবর আটক
> শনিবার ঢাকার প্রবেশপথে কর্মসূচি ঘোষণা আওয়ামী লীগের

তিনি জানান, জনদুর্ভোগ হবে এমন কোনো কর্মসূচি কাউকে করতে দেওয়া যাবে না। প্রবেশমুখে অবস্থান নিলে ব্যাপক জনদুর্ভোগ হবে।

তিনি আরো বলেন, যদি কেউ মানববন্ধন করতে চায় সেটিও করতে দেওয়া হবে না। কেননা মানববন্ধন থেকে তারা ধীরে ধীরে অবস্থান কর্মসূচির দিকেও যেতে পারে।

এর আগে, ঢাকা শহরের সব গুরুত্বপূর্ণ প্রবেশ মুখে শনিবার অবস্থান কর্মসূচি পালন করার ঘোষণা দিয়েছে বিএনপি। নয়াপল্টনে মহাসমাবেশ থেকে এ ঘোষণা দেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

জুলাই ২৮, ২০২৩ at ২২:২৫:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/দেপ্র/ইর