গাবতলীতে দুই ফসলি জমির পানি প্রবাহ বন্ধ করে বালু উত্তোলন

বগুড়ার গাবতলী উপজেলার বালিয়াদিঘী ইউনিয়নের তরনীহাট নামক স্থানে ইছামতী নদীতে শক্তিশালী ড্রেজার মেশিন বসিয়ে বালু উত্তোলন করছে প্রভাবশালীরা বালু দস্যু হাবিবুর রহমান রিপন। এতে করে বাধাগ্রস্ত হচ্ছে প্রায় ১ হাজার একর জমির পানি প্রবাহ।

বালু দস্যু রিপন প্রভাবশালী হওয়াতে তার ভয়ে প্রতিবাদ করতে পারছেনা ক্ষতিগ্রস্ত জমির মালিকেরা। ভুক্তভোগীরা এ ব্যাপারে সরকারের সংশ্লিষ্ট বিভাগের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

আরো পড়ুন :

> রাণীশংকৈল কেন্দ্রীয় টাউন ক্লাবের নির্বাচনে সভাপতি মোস্তাক সম্পাদক তারেক
> এসএসসি: যশোর বোর্ডে পাসের হার ও জিপিএ ৫ কমেছে

স্থানীয় জমি মালিকরা জানান, তরনীহাট এলাকা হাবিবুর রহমান রিপন তরনীহাটের পাশ দিয়ে বয়ে যাওয়া ইছামতী নদীতে অবৈধ ড্রেজার মেশিন বসিয়ে বালু উত্তোলন করে দুই ফসলি জমির পানি প্রবাহ বন্ধ করে বালু উত্তোলন করছে। এতে নদীর পাড়ে স্থাপনাগুলো নদীগর্ভে বিলীন হয়ে যাবে। ভুক্তভোগীরা জাতীয় পরিসেবা (৯৯৯) ফোন ও উপজেলা প্রশাসন ও পুলিশের হস্তক্ষেপে চেয়েও বন্ধ করতে পারেনি এই অবৈধ বালু উত্তোলন

এই বিষয়ে গাবতলী উপজেলার সহকারী কমিশনার ভূমির সরকারি মুঠোফোন একাধিক বার ফোন করলেও ওনাকে ফোনে পাওয়া যায়নি।

জুলাই ২৮, ২০২৩ at ১৪:১০:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/দেপ্র/ইর