শিবগঞ্জে বৈদ্যুতিক শর্ট সার্কেটের আগুনে বসত বাড়িসহ গরু-ছাগল, আসবাবপত্র ভস্মিভুত

বগুড়ার শিবগঞ্জের পল্লীতে চা বিক্রের বাড়ীতে বৈদ্যুতিক শর্ট সার্কেটের আগুনের ঘটনায় বসত বাড়ী, গরু-ছাগল, আসবাবপত্রসহ প্রায় ১০ লক্ষাধিক টাকার মালামাল ভস্মিভুত। ঘটনাটি ঘটেছে গত শনিবার রাত ৯টায় উপজেলার নিয়ামত গ্রামে চা বিক্রেতা গোফ্ফারের বসত বাড়িতে।

জানা যায়, বগুড়ার শিবগঞ্জ উপজেলার ময়দানহাট্টা ইউনিয়নের নিয়ামত গ্রামের মিয়া জান এর ছেলে চা বিক্রেতা গোফ্ফার হোসেন এর বসত বাড়িতে শনিবার রাত ৯টার দিয়ে বৈদ্যুতিক শর্ট সার্কেট থেকে অগ্নিকান্ডের সূত্রপাত ঘটে। ধীরে ধীরে আগুনের লেলিহা চারদিকে ছড়ে পরে।

আরো পড়ুন :

> এক সপ্তাহের ধর্মঘটে অসুস্থ ১২ জন
> সিট বাণিজ্যের অভিযোগে জাবি ছাত্র ইউনিয়নকে কেন্দ্রের শোকজ

প্রতিবেশীরা আগুন নিভানোর চেষ্টা করে ও শিবগঞ্জ ফায়ার সার্ভিস ইউনিট কে খবর দেয়। শিবগঞ্জ ফায়ার সার্ভিস ইউনিয়ন ঘটনাস্থলে পৌঁছানোর পূর্বেই স্থানীয় লোকজন আগুন নিয়ন্ত্রনে আনে। অগ্নিকান্ডের ঘটনায় ৪টি কক্ষের আসবাবপত্র, নগদ অর্থ, চাল ডাল সহ গোয়াল ঘরের ১টি গরু ও ১টি ছাগল পুরে ভষ্মিভূত হয়।

এব্যাপারে চা বিক্রেতা গোফ্ফার জানান, বৈদ্যুতিক শর্ট সার্কেটের আগুনে আমার বসত বাড়ি-ঘর, ১টি গরু ও ১টি ছাগল, চাল, ডাল সহ নগদ ও বাড়ির আসবাবপত্র পুড়ে ছাই হয়ে ১০ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।

জুলাই ২২, ২০২৩ at ২১:৩১:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/দেপ্র/ইর