যবিপ্রবির ট্রেজারার হিসেবে নিয়োগ পেলেন ডক্টর আনিসুর

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ফিশারিজ অ্যান্ড মেরিন বায়োসায়েন্স (এফএমবি) বিভাগের অধ্যাপক ড. মো. আনিসুর রহমানকে যবিপ্রবির ট্রেজারার হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।

আজ বৃহস্পতিবার (১৩ ই জুলাই) মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলর এর অনুমোদনক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এর উপসচিব ড.মো.ফরহাদ হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

আরো পড়ুন :=

> ২০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি আটক
> ভোলায় ১০ হাজার পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক

রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর মো.শাহাবুদ্দিন চুপ্পু যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন ২০০১ এর ১৩ উপধারা(৩,৪,৫,৬,৭) অনুযায়ী আগামী চার বছরের জন্য তাকে এ পদে নিয়োগ দেন। ট্রেজারারের দায়িত্ব পালনকালে তিনি বিধি অনুযায়ী পদসংশ্লিষ্ট অন্যান্য সুবিধা ভোগ করবেন।

উল্লেখ্য, অধ্যাপক ড. মো. আনিসুর রহমান জাপানের কিউশু বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি এবং নরওয়ে ও জাপান হতে পোস্ট ডক্টরেট সম্পন্ন করেন। তিনি বর্তমানে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অতিরিক্ত দায়িত্ব হিসেবে বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রকৌশলীর দায়িত্ব পালন করছেন। এছাড়াও পূর্বে তিনি তার নিজ বিভাগের চেয়ারম্যানের দায়িত্ব ও পালন করেছেন।

জুলাই ১৩, ২০২৩ at ১৪:০৭:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/ফহা/ইর