কসাইবাড়ী, আজমপুর ও হরিরামপুর রোড নির্মানের ৯২ দিনের মধ্যে ২ দিন পার

ছবি- সংগৃহীত।

নবগঠিত ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) এলাকার অন্তরগত তিনটি প্রধান সড়কের নির্মাণ কাজ আগামী ৯২ দিন বা ৩ মাসের মধ্যে সম্পাদনের নির্দেশ দিয়েছেন মেয়র মো. আতিকুল ইসলাম।

গত রবিবার (৯ জুলাই) বিকেলে নগর ভবনে ডিএনসিসি মেয়র মো. আতিকুল ইসলামের সভাপতিত্বে প্রকল্পের অন্তর্ভুক্ত বিভিন্ন রাস্তার জটিলতা ও প্রতিবন্ধকতা নিরসনের লক্ষ্যে ডিএনসিসি ও বাংলাদেশ সেনাবাহিনীর ২৪ ইঞ্জিনিয়ার কনট্রাকশন ব্রিগেডের সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় প্রকল্পের সঙ্গে সংশ্লিষ্টদের এই নির্দেশ দেন ডিএনসিসি মেয়র।

আরো পড়ুন :

> ভারতীয় নপলি দিয়ে পোনা উৎপাদন; দুটি হ্যাচারীকে জরিমানা; বিপুল পরিমাণ পোনা ধ্বংস
> পাইকগাছায় পরিত্যক্ত আদালত ভবনে চলছে বিচারিক কার্যক্রম

মেয়র বলেন, ‘জনদুর্ভোগ লাঘবে নতুন এলাকার সড়ক অবকাঠামো ও ব্যবস্থার উন্নয়ন প্রকল্পভুক্ত ৩টি প্রধান সড়ক: উত্তরার দক্ষিণখানের কসাইবাড়ী রোড, আজমপুর রোড ও তুরাগের হরিরামপুর রোড আগামী ৩ মাসের মধ্যে সম্পন্ন করতে হবে। পাশাপাশি প্রকল্পভুক্ত অন্যান্য রাস্তাসমূহের উন্নয়ন কাজও দ্রুততম সময়ের মধ্যে সম্পন্ন করতে হবে।’

এসময় তিনি বলেন, ‘নতুন এলাকার জনগণের চলাচলের সুবিধার জন্য এই প্রকল্পের কাজ দ্রুত গতিতে এগিয়ে নিতে হবে। আমি ওই এলাকার জনগণকে প্রকল্পের কাজ বাস্তবায়নে সহযোগিতার আহবান করছি। রাস্তার সীমানার মধ্যে যাদের অবৈধ স্থাপনা রয়েছে নিজ দায়িত্বে সরিয়ে নিবেন। অবৈধ স্থাপনার জন্য আমরা সিটি কর্পোরেশন থেকে কোন বৈধ নোটিশ দিব না। নিজেরা না সরালে আমরা বুলডোজার চালিয়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ করবো।’

উল্লেখ্য, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের নতুনভাবে অন্তর্ভুক্ত ১৮টি ওয়ার্ডের সড়ক অবকাঠামো ও ব্যবস্থার উন্নয়ন (ফেজ-১) শীর্ষক ৪০২৫.৬২ কোটি টাকার জিওবি প্রকল্পটি বাংলাদেশ সেনাবাহিনীর ২৪ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেড কর্তৃক বাস্তবায়নাধীন রয়েছে।

আজকের সভায় বাংলাদেশ সেনাবাহিনী ২৪ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেড আগামী ৯২ দিনের মধ্যে ৩ টি প্রধান সড়ক উন্নয়নের প্রতিশ্রুতি প্রদান করেন। এছাড়া প্রকল্পের অন্যান্য রাস্তা দ্রুততম সময়ের মধ্যে সম্পন্ন করবেন বলে জানান।

সভায় অন্যান্যের সঙ্গে ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ সেলিম রেজা, প্রধান প্রকৌশলী প্রধান প্রকৌশলী ব্রিগেঃ জেঃ মুহ. আমিরুল ইসলাম, অতিরিক্ত প্রধান প্রকৌশলী মোঃ শরীফ উদ্দীন, প্রকল্প পরিচালক তত্ত্বাবধায়ক প্রকৌশলী খন্দকার মাহাবুব আলম, সংশ্লিষ্ট আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাগণ, বাংলাদেশ সেনাবাহিনীর ২৪ ইঞ্জিনিয়ার কনট্রাকশন ব্রিগেডের প্রতিনিধি এবং ডিএনসিসির আঞ্চলিক নির্বাহী প্রকৌশলীগণ উপস্থিত ছিলেন ।

জুলাই ১১, ২০২৩ at ১৫:৪৭:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/মোরইমি/ইর