দুপুরে ডিএমপিতে যাবে বিএনপির প্রতিনিধি দল

ছবি- সংগৃহীত।

আগামী ১২ জুলাই রাজধানীতে সমাবেশ করার অনুমতি চেয়ে রোববার (৯ জুলাই) ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনারকে চিঠি দিয়েছিল বিএনপি। এনিয়ে ডিএমপি থেকে কোনো জবাব না পাওয়ায় সমাবেশের অনুমতি নিয়ে কথা বলতে সরাসরি পুলিশ কমিশনারের সঙ্গে সাক্ষাতে যাবে বিএনপির প্রতিনিধি দল।

সোমবার (১০ জুলাই) দুপুর ২টার দিকে রাজধানীর বেইলি রোডে ডিএমপি কার্যালয়ে যাবে বিএনপির প্রতিনিধি দল।

আরো পড়ুন :

> উত্তরা থেকে প্রধানমন্ত্রীর এপিএস-২ পরিচয় দানকারী ২ জন গ্রেপ্তার
> জুয়ার হোতা সেলিম প্রধানের সাজা বাড়াতে হাইকোর্টের রুল

জানা গেছে, সমাবেশে অনুমতির জন্য বিএনপির পক্ষ থেকে চিঠি দেওয়া হয়েছে। সোমবার দুপুর ২টার দিকে দুই সদস্যের প্রতিনিধি দল পুলিশ কমিশনারের সঙ্গে সাক্ষাৎ করতে যাবে।

দলীয় সূত্রে জানা গেছে, আগামী (বুধবার) ১২ জুলাইয়ের সমাবেশ থেকে সরকারের পদত্যাগের দাবিতে এক দফার আন্দোলনের ঘোষণা দেবে বিএনপি। সমাবেশে বড় ধরনের শো-ডাউন করতে এরইমধ্যে কয়েকবার প্রস্তুতি সভা করেছে দলটি। সভা থেকে ঢাকা জেলা ও আশপাশের জেলার নেতাদের নির্দেশনা দেওয়া হয়েছে বড় ধরনের লোক সমাগম করতে। একই নির্দেশনা দেওয়া হয়েছে রাজধানীর থানা এবং ওয়ার্ডের নেতাদেরও।

এছাড়া ১২ জুলাই বিএনপির সমাবেশের দিন সরকারের পদত্যাগের দাবিতে এক দফা আন্দোলনের ঘোষণা দেবে বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনে থাকা বিরোধী দলগুলোও।

জুলাই ১০, ২০২৩ at ১২:৫০:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/দেপ্র/ইর