গাজীপুরে ব্রাক প্রাইড প্রকল্পের উদ্যোগে প্রতিবন্ধী ব্যক্তিদের অন্তর্ভুক্তিকরণ বিষয়ক গণসচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত

গাজীপুরে ব্রাক প্রাইড প্রকল্পের উদ্যোগে ব্র্যাক দক্ষতা উন্নয়ন কর্মসূচিকে ত্বরান্বিত করতে প্রতিবন্ধী ব্যক্তিদের অন্তর্ভুক্তিকরণ বিষয়ক গণসচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আরো পড়ুন :
> প্রাণি সেবায় উত্তম নিদর্শন ক্ষেতলালে আঘাত প্রাপ্ত অসুস্থ্য কুকুরকে চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ
> ঘোড়াঘাট পৌসভায় আর্থিক অসঙ্গতি হিসাবরক্ষককে পদ থেকে সরানোর তাগিদ কর্মকর্তার

২৫শে জুন রবিবার বেলা ১২টায় মহানগরের এরশাদ নগর এলাকার নিয়ামত কমিউনিটি সেন্টার হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৪৯ নং ওয়ার্ডের নবনির্বাচিত কাউন্সিলর মো. আমির হামজা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত নারী কাউন্সিলর সেলিনা কাদির, রওশন এরশাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রাহিমা সিদ্দিকা, প্রাইড প্রজেক্ট এর প্রোগ্রাম অর্গানাইজার মো. মিজানুর রহমান, সেন্ট্রাল লিড অফিসার ওসমান গনি, সেক্টর স্পেশালিস্ট আফরোজা নাজনীন, আওয়ামী লীগ নেতা ডাক্তার আলাউদ্দিন, যুবলীগ নেতা শেখ সোহেল, কামরুল হাসান সৈনিকসহ স্থানীয় সুবিধা বঞ্চিত নারী, পুরুষ ও প্রতিবন্ধীগণ।

অনুষ্ঠান ও বক্তারা সুবিধা বঞ্চিত তরুণ নারী, পুরুষ ও প্রতিবন্ধী ব্যক্তিদের কে আর্থিক সুবিধা সুবিধা সহ বিভিন্ন ধরনের প্রশিক্ষণ ও চাকরি লাভের জন্য সহযোগিতা প্রদানের লক্ষ্যে বিশেষ আলোচনা করেন।

জুন ২৫, ২০২৩ at ১৫:৫৮:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/শেরাহা/ইর