সিলেটের নতুন মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী

ছবি- সংগৃহীত।

সিলেট সিটি করপোরেশন (সিসিক) নির্বাচনে জয় পেয়েছেন আওয়ামী লীগের প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী। ১৯০টি ভোটকেন্দ্রের ফলাফল গণনা শেষে বেসরকারি ভাবে মেয়র নির্বাচিত হয়েছেন তিনি।

বুধবার (২১ জুন) সন্ধ্যায় সিসিক নির্বাচনী কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন।

সিলেট সিটি করপোরেশন নির্বাচন মোট ১৯০টি ভোটকেন্দ্রের মধ্যে ১৯০টির ফলাফলই পাওয়া গেছে। প্রাপ্ত ফলে নৌকা প্রতীক পেয়েছে ১ লাখ ১৮ হাজার ৬১৪টি ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নজরুল ইসলাম লাঙ্গল প্রতীকে পেয়েছেন ৫০ হাজার ৩২১টি ভোট।

> বাংলাদেশের নির্বাচন নিয়ে ভারতের অবস্থান প্রসঙ্গে যা বললো যুক্তরাষ্ট্র
> প্রাথমিকে ঝরে পড়ার হার ১৪.১৫%

এর আগে, বুধবার সকাল ৮টা থেকে ১৯০টি কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়। তবে সকালের দিকে ভোটারের উপস্থিতি কম হলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার উপস্থিতি বাড়তে থাকে। দুপুরে নগরীর কয়েকটি কেন্দ্র পরিদর্শনকালে চোখে পড়েছে পুরুষ ভোটারের চেয়ে মহিলা ভোটারের উপস্থিতি বেশি ছিল। দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে ইভিএমে ভোট দেন ভোটাররা। বৃষ্টি না থাকায় অনেকটা দুর্ভোগ ছাড়াই ভোটাররা ভোট দেন।

জুন ২১, ২০২৩ at ২০:১৪:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/দেপ্র/ইর