চট্টগ্রামে জাতির পিতা বঙ্গবন্ধু’র মুরাল ভাঙচুরের প্রতিবাদে দিনাজপুরে মানববন্ধন

চট্টগ্রামে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুরাল ভাঙচুরের প্রতিবাদে দিনাজপুরে প্রগতিশীল শিক্ষক ফোরামের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

আজ সকালে দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সন্মুখে দিনাজপুর রংপুর মহাসড়কে মানববন্ধন কর্মসূচির আয়োজন করে হাবিপ্রবি প্রগতিশীল শিক্ষক ফোরাম ।

আরো পড়ুন :

> রোহিঙ্গা ক্যাম্পে গোলাগুলি, নিহত এক
> সৌদি আরবে ঈদের তারিখ ঘোষণা

এসময় সংগঠনের সভাপতি প্রফেসর ড. বলরাম রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তারা বলেন, অবিলম্বে বঙ্গবন্ধুর ম্যুরাল ভাঙচুরকারী স্বাধীনতা বিরোধীচক্রের ওই দুর্বৃত্তদের দ্রুত গ্রেপ্তার এবং কঠোর শাস্তি দিতে হবে । এসময় মানববন্ধনে বক্তব্য রাখেন সহ-সভাপতি প্রফেসর ড. মো. নাজিমউদ্দীন,সাধারণ সম্পাদক প্রফেসর ড. এস এম হারুন-উর- রশিদ,  যুগ্ম সাধারণ সম্পাদক  প্রফেসর ড. মো. মামুনুর রশীদ, প্রফেসর ড. মো. মোমিনুল ইসলাম  প্রমুুুুখ । মানববন্ধন সঞ্চালনা করেন যুগ্ম  সাধারণ সম্পাদক প্রফেসর ড. মো. সাদেকুর রহমান ।

জুন ১৯, ২০২৩ at ১২:৫১:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/মোআহো/ইর