গোমস্তাপুরে ২ হাজার কৃষকের মাঝে সার ও বীজ বিতরণ

২০২২-২৩ অর্থবছরে খরিপ-২ আমন মৌসুমে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের প্রণোদনার আওতায় চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে উফশী আমন ও পেঁয়াজ আবাদে সহায়তার জন্য বিনামূল্যে ২ হাজার ১’শ জন কৃষকের মাঝে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৫ জুন) সকাল ১০টার দিকে উপজেলা কৃষি অফিসের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে এই বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

আরো পড়ুন :
> রেল লাইনের পাশে অবৈধ দোকান বসিয়ে চাঁদাবাজি
> বিকেলে আঘাত হানবে শক্তিশালী ঘূর্ণিঝড় ‘বিপর্যয়’

ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী কমিশনার (ভূমি) বিপাশা হোসাইনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব হুমায়ূন রেজা, এতে আরো উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ তানভীর আহমেদ সরকার । কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. ফিরোজ আলী প্রমূখ।

অনুষ্ঠানে ১ হাজার ৭’শ জন কৃষকের প্রত্যেককে ৫ কেজি উফশী আমন ধান বীজ, ১০ কেজি ডিএপি, ১০ কেজি এমওপি এবং ৪’শ জন কৃষককে এক কেজি করে পেঁয়াজ বীজ, ২০ কেজি ডিএপি, ২০ কেজি এমওপি, জমি প্রস্তুত ও সেচ, শ্রমিক, বাঁশ ক্রয়, পলিথিন, দড়ি ও বীজ শোধক বাবদ খরচ দেওয়া হয়।

জুন ১৫, ২০২৩ at ১৩:৪৬:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/দেপ্র/ইর