দুমকিতে নির্দোষ শাশুড়ীর মুক্তির দাবিতে বিক্ষোভ মানববন্ধন

দুমকিতে হালিমা আক্তার মীম হত্যাকান্ডে মূল হোতা মো: আরিফ হোসেন আটক হওয়ায় নির্দোষ শাশুড়ী পিয়ারা বেগমের মুক্তির দাবিতে বিক্ষোভ মানববন্ধন কর্মসূচি পালন করেছেন স্বজনসহ এলাকাবাসী।

মঙ্গলবার বিকেলে উপজেলার সাতানী কালভার্ট সংলগ্ন মহাসড়কে ঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এতে আটককৃত শাশুড়ী পিয়ারার পরিবারসহ পাঁচ শতাধিক নারী পুরুষ অংশ নেন।

আরো পড়ুন :

> যবিপ্রবির ভেটেরিনারি মেডিসিন অনুষদের প্রথম ডিন নিযুক্ত হলেন ড.আনিছুর
> তালায় ১১৭ গ্রাম পুলিশের মাঝে বাইসাইকেল ও পোশাক বিতারণ

এসময় আটককৃত পিয়ারার স্বামী মো: জাফর মৃধা, মেয়ে তানজিলা, ছেলে সাইফুলসহ, নুন নেহার বেগম ফরিদা, ইছা খা বক্তব্যে বলেন, আসল দোষী আরিফ হোসেনকে আটক করা হয়েছে এবং তিনি কোর্টে জবানবন্দী দিয়েছেন যে মিমের পরিকল্পনা অনুযায়ী তার শাশুড়ী ও স্বামীকে ফাঁসাতে শরীরে আগুন লাগিয়েছেন এবং এই ঘটনায় আরিফ একাই করেছেন। মিমের শাশুড়ী পিয়ারা বেগম নির্দোষ তাই অবিলম্বে আরিফের ফাঁসি এবং নির্দোষ পিয়ারা বেগমের মুক্তি চাই।

উল্লেখ্য, গত শুক্রবার ৯ জুন মিমের মামা ওমর ফারুক বাদী হয়ে দুমকি থানায় একটি হত্যা চেষ্টা মামলা দায়ের করেন। এই ঘটনায় জড়িত থাকা সন্দেহে শুক্রবার সকালে মিমের শাশুড়ি পিয়ারা বেগমকে গ্রেফতার করে পুলিশ।

জুন ১৩, ২০২৩ at ১৭:৩৩:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/দেপ্র/ইর